MAKING OF INDIAN CONSTITUTION

1. গণপরিষদ ( Constituent Assembly ) গঠিত হয়  1946 সালের 16 মে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী ।
2. ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 সালের 24 মার্চ ।              3. প্রথমে গণপরিষদে 389 জন সদস্য ছিলেন ।
পরে পাকিস্তানপন্থীরা আলাদা হয়ে গেলে সদস্যসংখ্যা দাঁড়ায় 299 জন।
4. গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ড . সচ্চিদানন্দ সিন্হা ( 9-11 ডিসেম্বর , 1946 ) ।
5. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ড . রাজেন্দ্রপ্রসাদ ( 11 ডিসেম্বর , 1946 ) ।
6. সংবিধান তৈরির খসড়া কমিটি ( Drafting Committee ) গঠিত হয় 1947 সালের 29 আগস্ট ।
7. সংবিধান তৈরির খসড়া কমিটি যার সভাপতি ছিলেন ড , বি , আর , আম্বেদকার ।
8. সংবিধান তৈরির খসড়া কমিটির অধিবেশন হয়েছিল 11 টি । মােট কার্য দিবস ছিল —114 দিন ।
9. খসড়া কমিটির সদস্য গন :
চেয়ারম্যান —>বি . আর . আম্বেদকর ।
এন , গােপালাস্বামী আয়াঙ্গার,
আলাদিকৃষ্ণস্বামী আমার,
কে , এম , মুন্সী,
মহম্মদ সহিদুল্লা,
এন , মাধব রাও ( বি . এল . মিত্র – র জায়গায় ),
টি . টি . কৃষ্ণমাচারি ( ডি . পি , খৈতান মারা যাবার পর ) ।
10. সংবিধানের ধারণা দেন — এম , এন , রায় ।
11. দলহীন রাষ্ট্রের কথা বলেছিলেন — এম , এন , রায় ।                                                                                                          12. ভাষা কমিশন গঠিত হয় 1955 সালে । চেয়ারম্যান — বি . জি খারে।
13. সংবিধান তৈরি করতে মােট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন।
14. সংবিধান তৈরি হতে মোট ব্যয় হয়েছিল 64 লাখ টাকা ।
15. সংবিধান গৃহীত হয় 1949 সালের 26 নভেম্বর ।
16. সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26 জানুয়ারি  তবে নাগরিকত্ব , নির্বাচনের মতাে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ( 15 টি ধারা ) 1949 সালের 26 নভেম্বর থেকেই কার্যকরী হয় ।
17. গণপরিষদের 389 জন সদস্যের মধ্যে 292 জন । নির্বাচিত হয়েছিলেন প্রদেশ থেকে , 93 জন মনােনীত ( nominated ) হয়েছিলেন দেশীয় রাজ্য থেকে এবং 4 জন nominated হয়েছিলেন  Chief Commissioner’s অঞ্চল থেকে (দিল্লি , আজমীঢ় মারওয়াড় , কুর্গ এবং ব্রিটিশ বালুচিস্তান ) ।
18. Indian National Congress ( INC ) -208, All India Muslim Leagues – 73 , অন্যান্য- 15 , PRINCELYE STATE – 93 জন ।
19. মুসলীম লীগ 1947 সালের 16 জুলাই গণপরিষদ ত্যাগ করায় মােট সদস্য সংখ্যা হয় 299 জন , যার মধ্যে 229 জন প্রদেশ থেকে নির্বাচিত হন এবং 70 জন Princely States থেকে মনােনীত ।
20. মাউন্টব্যাটেন পরিকল্পনা –1947 সালের 3রা জুন ।
21. মুসলীম লীগ 1946 সালের 26 অক্টোবর গণপরিষদে যােগ দিয়েছিল ।
22. মুসলীম লীগ 1947 সালের 16 জুলাই গণপরিষদ ত্যাগ করে ।
23. গণপরিষদের উপদেষ্টা ছিলেন বি , এন , রাও ( B. N. Rao – Bengal Narsing Rau )
24 . ভারতের সংবিধানকে 1935 সালে ভারত শাসন আইনের Closed Copy বলেছিলেন — এন , শ্রীনিবাসন ।
25. মূল সংবিধানে 22 টি অংশ , 395 টি ধারা ও ৪ টি তালিকা ছিল ।
26. বর্তমানে সংবিধানে 22 টি অংশ ( Part ) , 448 টি ধারা (Article) এবং 12 টি তালিকা ( Schedule ) আছে ।
27. সংবিধানের জনক ( Father of the Indian Constitution ) – ড . বি . আর . আম্বেদকর।
28. 26 নভেম্বর ( 1949 ) সংবিধানে স্বাক্ষর করেছিলেন 284 জন সদস্য।

                                              *****