◊ ভারতের বৃহত্তম ◊

  1. চ্চতম বিমানবন্দর ~> লে বিমানবন্দর ( লাদাক ) উচ্চতা 3256 মিটার।
  2. বৃহত্তম প্রেক্ষাগৃহ~> শ্রী সম্মুখানন্দ হল ( মুম্বাই )।
  3. বৃহত্তম ব্যাঙ্ক ( পাবলিক সেক্টর ) ~> স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
  4. বৃহত্তম উদ্যান ~> ন্যাশানাল বােটানিক্যাল গার্ডেন , হাওড়া।
  5. দীর্ঘতম নদী – সেতু ~> ভূপেন হাজারিকা সেতু , আসাম ( 9150 মিটার দীর্ঘ )।
  6. দীর্ঘতম সমুদ্র – সেতু ~> আন্না ইন্দিরা গান্ধী সেতু ( তামিলনাড়ু মন্ডপম ও রামেশ্বরমের সংযােগকারী , দীর্ঘ 2035 মিটার )।
  7. দীর্ঘতম খাল ~> রাজস্থান কাল ( ইন্দিরা গান্ধী খাল ) 959 কিমি , দৈর্ঘ্য।
  8. দীর্ঘতম গুহা ~> অমরনাথ ( জম্মু ও কাশ্মীরের পহলগাঁও থেকে 44 কিমি দূরে।
  9. দীঘতম গুহামন্দির ~> ইলােরা ( মহারাষ্ট্র )।
  10. প্রাচীনতম গর্জিা ~> সেন্ট টমাস চার্চ , ত্রিচুর , কেরালা , নির্মাণকাল 52 খ্রিস্টাব্দ।
  11. বৃহত্তম গীর্জ ~> সী ক্যাথেড্রাল , গােয়া ( পানজি থেকে 10 কিমি দূরে )।
  12. সর্বাধিক জনবসতি পূর্ণ শহর ~> মুম্বাই।
  13. দীর্ঘতম বারান্দা ~> রামস্বামী মন্দিরের বারান্দা ( তামিলনাড়ু ), মােট দৈর্ঘ্য 1220 মিটার।
  14. উচ্চতম বাঁধ ~> ভাকরা নাঙ্গাল , পাঞ্জাব ( উচ্চতা 226 মিটার , দৈৰ্য 518 মিটার )।
  15. দীঘতম বাঁধ ~> হিরাকুঁদ বাঁধ ( ওড়িশায় মহানদী নদীর ওপর , দৈর্ঘ্য 24.4 কিমি )।
  16. বৃহত্তম-ব-দ্বীপ ~> সুন্দরবন ( পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের দ্বারা গঠিত , মােট ভূখন্ডের পরিমাণ 75000 বর্গ কিমি ) ।
  17. বৃহত্তম – সমাধি ~> গােলগম্বুজ , বিজাপুর , কর্ণাটক।
  18. উচ্চতম দরজা ~> বুলন্দ দরওয়াজা , ফতেপুর , আগ্রা ( এটি আকবরের আমলে নির্মিত উচ্চতা 53.5 মিটার ) ।
  19. বৃহত্তম গুরুদ্বার ~> স্বর্ণমন্দির , অমৃতসর ( পাঞ্জাব )
  20. বৃহত্তম হ্রদ ~> উলার হ্রদ , কাশ্মীর ।
  21. মিষ্টিজলের বৃহত্তম হ্রদ ~> কল্লেরু , অন্ধপ্রদেশ ।
  22. বৃহত্তম গ্রন্থাগার ~> জাতীয় গ্রন্থাগার , কলকাতা।
  23. বৃহত্তম মসজিদ ~> জামা মসজিদ , দিল্পি ( মােঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেন , নির্মাণকাল 1644-1658 খ্রীঃ ) ।
  24. উচ্চতম পর্বতশৃঙ্গ ~> গডউইন অস্টিন বা K2.
  25. বৃহত্তম জাদুঘর ~> ভারতীয় জাদুঘর , কলকাতা।
  26. বৃহত্তম তারামন্ডল ~> বিড়লা তারামন্ডল , কলকাতা।
  27. বৃহত্তম কারাগার ~> তিহার জেল , দিল্লি।
  28. বৃহত্তম রেলসেতু ~> শােন ব্রিজ , সাসারাম , ( দিল্লি – কলকাতা রেলপথ ) ।
  29. বৃহত্তম যাত্রী রেলপথ ~> ডিব্ৰুগড় – কন্যাকুমারী ( 4273 কিমি )।
  30. দ্রুততম রেলগাড়ি ~> গতিমান এক্সপ্রেস ( নিউদিল্লি – আগ্রা ) ।
  31. বৃহত্তম শােধনাগার ~> ইন্ডিয়ান অয়েল কপােরেশনের তৈল শােধনাগার, গুজরাট।
  32. তফশিলি উপজাতি সর্বাধিক ~> গন্ড ।
  33. গন্ড তফশিলি উপজাতির জনঘনত্ব সর্বাধিক ~> মধ্যপ্রদেশ।
  34. বৃহত্তম তফশিলি উপজাতি সম্প্রদায় ~> চামার ।
  35. দীর্ঘতম নদী ~> গঙ্গা ( 2525 কিমি )।
  36. দীর্ঘতম সড়কপথ ~> NH44 ( শ্রীনগর – কন্যাকুমারী ) ।
  37. উচ্চতম সড়কপথ ~> খারডুংলা সড়কপথ ( লে – মানালি )।
  38. বৃহত্তম রাজ্য ( আয়তন ) ~> রাজস্থান।
  39. ক্ষুদ্রতম রাজ্য ( আয়তন ) ~> গোয়া।
  40. সর্বনিম্ন জনবসতির রাজ্য ~> সিকিম।
  41. সর্বাধিক ঘন জনবসতিপূর্ণ রাজ্য ~> বিহার ।
  42. সর্বনিম্ন ঘন জনবসতি পূর্ণ রাজ্য ~> অরুণাচল প্রদেশ
  43. সর্বাধিক স্বাক্ষর রাজ্য ~> কেরালা ।
  44. এক হাজার পুরুষ প্রতি নারীর সংখ্যা সর্বাধিক এমন রাজ্য ~> কেরালা।
  45. দীর্ঘতম ভাস্কর্য ~> গােমতেশ্বরের মূর্তি , শ্রবণ বেলাগােলা ( কর্ণাটক )।
  46. বৃহত্তম স্তূপ ~> সাঁচি স্তূপ , মধ্যপ্রদেশ।
  47. বৃহত্তম সুড়ঙ্গ ~> জওহর টানেল ( জম্মু ও কাশ্মীর )।
  48. বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল ( আয়তন ) ~> আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ( 8249 বর্গ কিমি )।
  49. ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল ( আয়তন ) ~> লাক্ষাদ্বীপ ( 32 বর্গ কিমি )।
  50. সর্বাধিক জনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল ~> দিল্লি ( 9420644 )।
  51. সর্বনিম্ন জনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল ~> লাক্ষাদ্বীপ ( 51707 ) ।
  52. সর্বাধিক স্বাক্ষর কেন্দ্রশাসিত অঞ্চল ~> লাক্ষাদ্বীপ।
  53. উচ্চতম জলপ্রপাত ~> কুঞ্চিকাল জলপ্রপাত ( 455 মিটার ) কর্নাটক।
  54. বৃহত্তম চিড়িয়াখানা ~> আলিপুর চিড়িয়াখানা , কলকাতা।
                                 *****