বৈজ্ঞানিক গবেষণাগার ( সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট )
সংস্থার নাম রাজ্যের অবস্থান
সেন্ট্রাল জুট টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের কলকাতা ।
সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ষ্টেশন পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ।
বোস রিসার্চ ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের কলকাতা ।
বীরবল সাহানী ইনস্টিটিউট অব প্যালিওবোটানী উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ ।
সেন্ট্রাল স্টেট ফার্ম রাজস্থানের সুরাটগড় ।
সেন্ট্রাল এ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট রাজস্থানের যোধপুর ।
সেন্ট্রাল কোকোনাট রিসার্চ ষ্টেশন কেরালার কাসেরগড় ।
সেন্ট্রাল ইনস্টিটিউট অব ফিসারীজ টেকনোলজি কেরালার এর্ণাকুলাম ।
সেন্ট্রাল মেরিন রিসার্চ ষ্টেশন তামিলনাড়ুর চেন্নাই ।
সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ওড়িশার কটক ।
সেন্ট্রাল মাইনিং রিসার্চ ষ্টেশন ঝাড়খণ্ডের ধানবাদ ।
ন্যাসানাল ডেয়ারী রিসার্চ ইনস্টিটিউট হরিয়ানার কারনাল।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স কর্ণাটকের বাঙ্গালোর।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সুগার টেকনোলজি উত্তরপ্রদেশের কানপুর।
ইন্ডিয়ান ল্যাক ইনস্টিটিউট ঝাড়খণ্ডের রাঁচি ।
*****
Some truly nice and utilitarian information on this website , also I conceive the design and style contains great features.