STRUCTURE OF INDIAN ECONOMY:

অর্থনীতির সংজ্ঞা :
Economics ‘ is the study of how societies use valuable scarce resources to produce commodities and distribute them among different people .
Economics may also be defined as the social science concerned with the production . distribution and consumption of goods and services .

ORGANISING AND ECONOMY:
1. ধনতান্ত্রিক অর্থনীতি ( Capitalistic Economy ) : প্রখ্যাত অর্থনীতিবিদ Adam Smith তাঁর ‘ Wealth of Nations ‘ ( 1776 ) গ্রন্থে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কথা উল্লেখ করেছেন ।
‘ধনতন্ত্র’ — হল এমন একটা আর্থ-সামাজিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণের মালিকানা ব্যাক্তিবিশেষের হাতে ন্যস্ত থাকে এবং বিক্রির উদ্দেশ্যেই উৎপাদনা সংঘটিত হয় । সামন্ততন্ত্রের চেয়ে বনতন্ত্রে ব্যক্তিগত সম্পত্তির আরও অগ্রসর ঘটে । এক্ষেত্রে উপাদানের শক্তিগুলি ( কারখানা , বাড়ি , যন্ত্রপাতি , কাচামাল , মজুত ইত্যাদি ) পুঁজিপতির মালিকানাধীন থাকে ।
2. রাষ্ট্র অর্থনীতি ( State Economy ) : জার্মান দার্শনিক কার্ল মার্ক্স ( 1818-1843 ) -এর ঐতিহাসিক তত্ত্ব হল – রাষ্ট্রীয় । অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা । সাবেক সােভিয়েত ইউনিয়ন ( USSR ) – এর অর্থব্যবস্থা ” Socialist Economy ( সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা ) এবং 1985 সালের পূর্বে চীনের অর্থব্যবস্থা ‘ Communist Economy ‘ নামে পরিচিত ।
3. মিশ্র অর্থনীতি ( Mixed Economy ) : 1929 সালে, বাজার অর্থনীতির সীমাবদ্ধতার কথা উপলব্ধি করে অর্থনীতিবিদ কেইনস ( Keynes ) অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রনের উপর ।
” মিশ্র অর্থনীতি ” বলতে বােঝায় এমন এক অর্থব্যবস্থা যেখানে অর্থনৈতিক কার্যকলাপে – সরকারি ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান ( Both public and private sector co – exit ) এক্ষেত্রে মূলধন / সম্পদ ব্যবহারের ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রকে কিছুটা স্বাধীনতা দেওয়া হলেও কাঙ্খিত সামাজিক উন্নয়নের জন্যে সরকারি হস্তক্ষেপের কথাও বলা হয় ।

SECTORS OF AN ECONOMY:
অর্থনীতিতে তিন ধরনের ক্ষেত্রের কথা বলা হয় —
( 1 ) ( Primary Sector / Agricultural Sector ) বলতে সেই সকল অর্থনৈতিক কার্যকলাপকে বোঝায়,  যেখানে প্রাকৃতিক সম্পদের সরাসরি ব্যবহার করা হয়। যেমন Agriculture , Forestry . Fishing , Fuels, Metals , Minerals ইত্যাদি ।
( 2 ) মধ্যম ক্ষের ( Manufacturing / Industrial Sector ) এই ক্ষেত্রে প্রাথমিক / কৃষিক্ষেত্রের উৎপাদিত পণ্যকে কাঁচামাল হিসেবে Bread & Biscuits, Cakes, Automobiles , Textiles etc.
( 3 ) পরিষেবা / তৃতীয় ক্ষেত্র ( Service / Tertiary sector ) বলতে বােঝায় । সেই সকল অনৈতিক কার্যকলাপ , যেখানে নানারকম পরিষেবা উৎপাদিত হয় । যেমন Education , Banking Insurance Transportation . Tourism ইত্যাদি । এগুলিকে বলা হয় Intangible Goods .

অর্থনীতির প্রকার ( Types of Economics ) :

ক ) কৃষিভিত্তিক অর্থনীতি ( Agrarian Economy ): আভ্যন্তরীণ উৎপাদনে ( GDP ) কৃষিক্ষেত্রের অবদান 50% বা তার বেশি।

খ ) শিল্পভিত্তিক অর্থনীতি ( Industrial Economy ): GDP- তে শিল্প ও পরিকাঠামাে ক্ষেত্রের অবদান 50 % বা তার বেশি ।

গ ) পরিষেবা নির্ভর অর্থনীতি ( Service Economy ): যে অর্থনীতিতে পরিষেবা ক্ষেত্রের অবদান 50 % বা তার অধিক ।

   *****