এক যে আছে ভাগ্নী আমার
নামটি তার নীলি
কথায় কথায় রাগ দেখায়,
হাসে খিলি খিলি।

পড়াশোনায় ভীষণ ভালো
হাতের লেখাও বেশ,
রাত হলেও ঘুমায় না সে
রঙ না করে শেষ।

ক্লাস এখন দ্বিতীয় তার
প্রথম হলো রোল,
জ্যামিতি, কলম গিফট পেল
আর কর-তালি।