—বৃষ্টি নামবে —

আকাশ জুড়ে মেঘ করেছে
কালো মেঘের আনা-গোনা,
নিলামে  তাই  বজ্রের  ডাক
বৃষ্টির  ফোঁটা  আছে  গোনা।

চাতকের দেশে যাবেনা আজ
তার-যে  হয়নি  মেঘ  কেনা,
সবুজে মেঘেরা বৃষ্টি দেবে
অনেক দিনের আছে চেনা।

সাগর বলে নদীর জন্যে
কয়েকটা মেঘ দিলাম বেশি,
আমার কাছে নোনতা মেখে
জড়িয়ে বলে ভালো-বাসি।

তোমার জন্য মনেতে মেঘ
জমেছে বৃষ্টি নামবে বলে,
মায়ার  বাঁধন  ছিন্ন  করে
ভাসিয়ে দিলে ব্যথার জলে।

*****