বিশ-তেইশ এর স্বাগতম
– নূরুল ইসলাম
জীবন স্মৃতি বেঁচে থাক,
তবে কিছু মুছে যাক –
ব্যথা, বেদনার মুহুর্ত যত
মন-চেতনায় বাড়ায় ক্ষত।
সুখের ডালি সাজিয়ে রেখে
বিশ-তেইশ বলছে হেঁকে,
শপথ করো আলোর সাথে
নিশিথ কালো সরবে রাতে।
রাঙা সূর্যে নব-বর্ষে
লক্ষ্যভেদ নাচুক হর্ষে,
ইচ্ছে ডানার নীড়ের খোঁজ
পায় যেন সবাই রোজ।
জ্ঞানের মশাল জ্বালীয়ে বাঁধার
বাঁধন খোলো সকল ধাঁধার,
বিশ-তেইশ এর শুভাগম
নতুন দিশার স্বাগতম।