💔—বিক্ষত— 💔

ভালোবাসার পূর্ণতার প্রাক্কালে
নষ্ট হলে ঘুনে,
প্রেমিক যুগল বোঝে
বিক্ষত মনের মানে।

ভোরের ঝরা ফুল
কখনো পায় সম্মান,
ডালের-পুষ্প যতই ভরুক
তাতে হাজার অভিমান

ব্যর্থ প্রেমের গল্প গুলো
শুনতে লাগে বেশ,
হৃদয় পোড়ার ক্ষত-বিক্ষত
ভুলায় তৃষ্ণা ক্লেশ

*****