— বিকেলের শপথ —

কর্ম সূত্রে রাজ্যের বাইরে থেকে আসা

আত্মীয় ও প্রতিবেশীর বাইশ জন মুক্তি পেল।

দীর্ঘ দুই সপ্তাহ ধরে গ্রামের স্কুলে নিজেদের

বন্দি রেখে,
পরিবার ও সমাজের সুরক্ষা দিল।

ঠিক দুপুরের পর, এই বিকেলের কাছাকাছি সময়ে
যে যার নিজের বাড়িতে রওনা দিল, সামাজিক দূরত্ব বজায় রেখে।

এভাবেও মারন করোনার বৃদ্ধিতে লাগাম টানা যায়, বিনা ঔষধে।
এসো সবাই শপথ করি
করোনা মুক্ত বিশ্ব গড়ি।

*****