বিকেলের চিঠি

আজ আর অপেক্ষা করতে হয় না,
লুকিয়ে বিকেলের চিঠি বিনিময়ের জন্যে।

মুঠোফোন কমিয়ে দিয়েছে,
চিঠি বাহকদের পিঠের বোঝা।

জীবনের বিভিন্ন সময় ও পরিস্থিতির
অনুভূতিও শেয়ার করাযাচ্ছে
ভিন্ন বৈদ্যুতিন চিঠির মাধ্যমে।

বিকেলের চিঠিরা সূর্যাস্তের সাথে,
আকাশের তারার রূপ নিয়েছে।

*****