♥♥♥বাবা মানে♥♥♥

বাবা মানে – জন্ম দাতা
সঙ্গ দেওয়ার সাথি,
অঙ্গ, মনের ব্যাথার ঔষধ
পরিচয় দিবা-রাত্রি।

বাবা মানে – শিক্ষা দাতা
জ্ঞান দীক্ষার শুরু,
শূন্য খাতা ভরিয়ে তোলার
বাবা-ই প্রধান গুরু।

বাবা মানে – অন্ন দাতা
হালাল রুজির দিশা,
কর্মে দক্ষ বানিয়ে কিছু
নতুন গড়ার নেশা।

বাবা মানে – পরিত্রাতা
হাজার বাঁধা বিপত্তির,
লক্ষ্য ভেদের মন্ত্র সদা
উৎসাহ, স্থির বুদ্ধির।

*****