—প্রাক্তন বাঙালি রাষ্ট্রপতি মাননীয় প্রণব মুখোপাধ্যায় মহাশয়ের মৃত্যুতে আন্তরিক শ্রদ্ধার্ঘ্য —

অশ্রু নয়নে স্তব্ধ হৃদয়
স্মৃতিরা করে আস্ফালন,
আমার মাতৃভাষার রাষ্ট্রপতির
স্বর্গে হোক বরণ পালন।

বাংলা, ভারত শুধু নয়
বিশ্ব জুড়ে সুনাম,
এমন নক্ষত্রের খসে পড়ায়
শোক অন্ধকারে ডুবে গেলাম।

ন্যায়, আদর্শ ও দেশপ্রেমে
জীবন যাহার ধন্য,
এমন জ্ঞানের পথি-কৃত্
হারিয়ে দেশ শূন্য।

*****