গাছের মতো চাই যে হতে
ফুলের মতো নয়
পাঁপড়ি ঝরে অল্প দিনেই
হয় না যেন ক্ষয়।

ছায়া, কাঠ, শুদ্ধ বায়ু
খাদ্য আর বর্ষা,
ফুল হলে হাসি ছাড়া
নেই বেশি ভরসা।

ঘর-বাড়ি আসবাব,
দরজাতেও আমি,
ফুলের মতো না হয়ে
মালা ও সুগন্ধি দামী।