পশ্চিমবঙ্গের উল্লেখযােগ্য পর্বতঃ

সান্দাকফু -৩৬৩০ মিটার — দার্জিলিং ( পশ্চিমবঙ্গের  সর্বোচ্চ শৃঙ্গ ) । 

ফালুট –৩৫৯৫ মিটার — দার্জিলিং ( পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ ) ।

সবরগ্রাম –৩৫৪৩ মিটার — দার্জিলিং ।

টাংলু -৩০৩৬ মিটার — দার্জিলিং ।

টাইগারহিল -২৫৬৭ মিটার — দার্জিলিং । 

রেনিগাঙ্গো –১৩৭২ মিটার — দার্জিলিং ।

ঋষিলা -৩১২১ মিটার – কালিম্পং । 

দুর্পিনদারা –১৮০০ মিটার – কালিম্পং । 

ছােটা সিঙ্কুলা –১৭২৬ মিটার — আলিপুরদুয়ার ।

মামা – ভাগ্নে –১০৫ মিটার , মধুরখালি – বীরভূম ।

শুশুনিয়া ( ৪৪৭ মিটার ) -বাঁকুড়া ।

বিহারীনাথ ( ৪৩৯মিটার ) -বাঁকুড়া । 

জয়চণ্ডী (১৫৫ মিটার ) ভাণ্ডারী  –পুরুলিয়া  ।

পাঞ্চেত হিল ( ৪৯০ মিটার ) , ভাণ্ডারী  –পুরুলিয়া ।

অযােধ্যা ( ৮৫৫ মিটার )-বাঘমুণ্ডী -পুরুলিয়া ।

গােগাবুরু (৬৭৭ মিটার ) -বাঘমুণ্ডী -পুরুলিয়া ।

বেলপাহাড়ী – পশ্চিম মেদিনীপুর ।