🎠—পরিস্থিতির সাথে লড়াই —🚅

সৃষ্টির প্রত্যেক জীব, জড়’র
চাওয়া অস্তিত্ব রাখি,
নিজে  বেঁচে  থেকে  কিম্বা
অপত্যের মাঝে থাকি

মৃত্যু  আসে  জন্ম  পরে
কর্ম হলে ভালো,
পরের জগৎ অপেক্ষা করে
সাজিয়ে ঘরে আলো।

মানুষ তুমি ভালো-বাসো
সকল স্তরের সাথি,
সুযোগ পেলেই দুঃখের মাথায়
ধরো সুখের ছাতি

সৃষ্টি চক্রের সুক্ষ হিসেব
করতে হবে লড়াই,
পরিস্থিতির সাথে সবাই
ভুলে যাবে বড়াই।

*****