✈️ পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ 🚁

                                              প্রশ্ন ও উত্তর

                                                 (পর্ব-১৩)

 

📜 অ্যাজমা রোগে আক্রান্ত ব্যক্তির রক্তে কোন কণিকার সংখ্যা বৃদ্ধি পায় ?

📚 অ্যাজমা রোগে আক্রান্ত ব্যক্তির রক্তে ইওসিনোফিল নামক শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায় ।

 

📜 ক্লোমশাখার অন্তঃস্থ গাত্রের কোন কোন অংশ আক্রান্ত হলে ব্রংকাইটিস হয় ?

📚 ক্লোমশাখার অন্তঃস্থ গাত্রের সেরোমিউকাস গ্রন্থি ও গবলেট কোশ আক্রান্ত হলে ব্রংকাইটিস হয় ।

 

📜 ফুসফুসের ক্লোমশাখা বা ব্রংকাসের প্রদাহ হয় কোন রোগে ?

📚 ব্রংকাইটিস ।

 

📜 ফুসফুসের প্লুরাপর্দার প্রদাহ ঘটে যে রোগ হয় , তাকে কী বলে?

📚 প্লুরিসি ।

 

📜 ফুসফুস ক্যানসার কোন কলাকোশে সৃষ্টি হয় ?

📚 ফুসফুস ক্যানসার মূলত ক্লোমশাখার আবরণী কলাকোশে সৃষ্টি হয় ।

 

📜 প্রধান দু প্রকার ফুসফুস ক্যানসারের নাম লেখো ।

📚 ফুসফুস ক্যানসার দুটি হল— ক্লোমশাখার ব্রংকোজেনিক কারসিনোমা ( 95 % ) ও প্লুরাপর্দার মেসোথেলিওমা ।

 

📜 অ্যাসবেস্টস এবং ক্রোমিয়াম দেহের কোন্ অংশের ক্যানসারের সঙ্গে সম্পর্কযুক্ত ?

📚 অ্যাসবেস্টস এবং ক্রোমিয়াম ফুসফুসের ক্যানসারের সঙ্গে সম্পর্কযুক্ত।

 

📜 কীটনাশক ও আগাছানাশকের একটি ক্ষতিকর প্রভাব লেখো ।

📚 কীটনাশক ও আগাছানাশক কারসিনোজেন – রূপে কাজ করে ও ক্যানসার রোগ সৃষ্টি করে ।

 

📜 ক্যানসার সৃষ্টির জন্য সক্রিয় জিনকে কী বলে ?

📚 অঙ্কোজিন।

 

📜 টিউমার কী ?

📚 টিউমার বলতে বোঝায় একপ্রকার কোশগুচ্ছকে যা মাতৃকোশের অনিয়ন্ত্রিত পুনঃবিভাজনের ফলে সৃষ্টি হয় ।

 

জেনে রাখা ভালো :-
01. আবরণী কলার ম্যালিগন্যান্ট টিউমার — কারসিনোমা ।

02. যোগকলার ম্যালিগন্যান্ট টিউমার — সারকোমা ।

03. রক্তের ক্যানসার — লিউকেমিয়া ।

                                                             🧯🧯🧯🧯🧯