🌐🌐🌐পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ🌐🌐🌐

                                (প্রশ্ন ও উত্তর পর্ব-১২)

 

🔹 ভারতে জনসংখ্যার বাৎসরিক বৃদ্ধির হার কত শতাংশ ?

👁️‍🗨️ 1.2 শতাংশ ।

 

🔹 ভারতবর্ষে 2001 – 2010 সালের মধ্যে কত শতাংশ কৃষিজমি থেকে বাসভূমি হয়েছে ?

👁️‍🗨️ 01 শতাংশ ।

 

🔹 বিশ্বে সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ দেশ কোনটি ?

👁️‍🗨️ মোনাকো ।

 

🔹 পপুলেশন কাকে বলে ?

👁️‍🗨️ নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে কোনো প্রজাতির সকল সদস্যকে একত্রিতভাবে পপুলেশন বলে ।

 

🔹 মানব জনগোষ্ঠীর বিজ্ঞানসম্মত অধ্যয়নকে কী বলে ?

👁️‍🗨️ ডেমোগ্রাফি ।

 

🔹 জৈবিক ক্ষমতা কাকে বলে ?

👁️‍🗨️ পরিমিত শর্তসাপেক্ষে সর্বাধিক জনন ক্ষমতার হারকে জৈবিক ক্ষমতা বলে ।

 

🔹 পপুলেশনের সর্বোচ্চ বৃদ্ধি অর্জনের প্রধান অন্তরায় কী ?

👁️‍🗨️ পরিবেশগত বাধা ।

 

🔹 প্রাকৃতিক সম্পদ অতিব্যবহারের কারণ কী ?

👁️‍🗨️ অধিক জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের ব্যবহার মাত্রা বৃদ্ধি করেছে ।

 

🔹 কৃষিজমির মাত্রা কোন কারণে হ্রাস পাচ্ছে ?

👁️‍🗨️ অতিরিক্ত জনসংখ্যার কারণে কৃষিজমি বাসভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে ।

 

🔹 অ্যাজমা বা হাঁপানি কী জাতীয় রোগ ?

👁️‍🗨️ অ্যাজমা বা হাঁপানি একপ্রকার ফুসফুসের অ্যালার্জি ঘটিত রোগ ।

 

                                                    💠💠💠💠💠

madhyamick_suggesion_2022-2023_notundisha