♦ ♦ ♦ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ ♦ ♦ ♦ (প্রশ্নোত্তর পর্ব-০৯)

 

01. সিউয়েজ কী ?
>> গৃহস্থালির কাজে ব্যবহারের পরে উদ্ভূত এবং পৌর নির্গমনে নিষ্কাশিত বজাসমূহকে সিউয়েজ বলে ।
02. জলবাহিত , ভাইরাসঘটিত দুটি রোগের নাম লেখো ।
>> হেপাটাইটিস- A এবং পোলিওমায়েলাইটিস বা পোলিও ।
03. জলবাহিত , ব্যাকটেরিয়াঘটিত দুটি রোগের নাম লেখো।
>> কলেরা এবং রক্ত – আমাশা ।
04. জলৰাহিত , প্রোটোজোয়াঘটিত দুটি রোগের নাম লেখো ।
>> আমাশয় এবং জিয়ার্ডিয়াসিস।
05. জলবাহিত , কৃমিজাতীয় দুটি রোগের নাম লেখো ।
>> চিনিয়াসিস , অ্যাসক্যারিয়াসিস ।
06. টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লেখো ।
>> সালমোনেল্লা টাইফি ( Salmonella typhi ) |
07. কলেরা রোগের জীবাণুটির নাম লেখো ।
>> ভিব্রিও কলেরি ( Vibrio cholerae )।
08. আর্সেনিক দূষণ কোন জাতীয় দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত ।
>> আর্সেনিক দূষণ জলদূষণের সঙ্গে সম্পর্কযুক্ত ।
09. কত ফুট গভীরতার নলকূপগুলিতে আর্সেনিক থাকার সম্ভাবনা নেই বললেই চলে ?
>> 500-600 ফুট গভীরতার নলকূপগুলিতে আর্সেনিক থাকার সম্ভাবনা নেই ।
10. সিসার দূষণের ফলে হয় , এমন একটি রোগের নাম লেখো ।
>> ডিসলেক্সিয়া ।

                                                          ♣ ♣ ♣ ♣ ♣