01. প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাসগুলি না থাকলে কী অসুবিধা দেখা দেবে ?
প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাসগুলি না – থাকলে পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না । পৃথিবীপৃষ্ঠ এতটাই ঠান্ডাহয়ে যাবে যে , তা আর প্রাণধারণের উপযুক্ত হবে না ।

02. গ্রিনহাউস গ্যাসগুলির নাম ও তাদের শতকরা পরিমাণ উল্লেখ করো ।
জলীয় বাষ্প ( H2O ) : 36-72 % ; কার্বন ডাইঅক্সাইড ( CO2 ) : 09-26 % ; মিথেন ( CH4 ) : 04-09 % ; ওজোন ( O3 ) : 03-07 % ; © CFC : 1-432 % ; N2O : 19 %

03. গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে ?
বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব তার প্রাকৃতিক সীমা ছাড়িয়ে গেলে বেশি পরিমাণে তাপ ধরে রাখে । এর ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ে , একে গ্লোবাল ওয়ার্মিং বলে । গ্লোবাল ওয়ার্মিং বিশ্বজুড়ে জলবায়ুর পরিবর্তন ঘটায় ।

04. অম্লবৃষ্টি কাকে বলে ?
বায়ুতে থাকা সালফার এবং নাইট্রোজেনের অক্সাইডগুলি জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিড উৎপাদন করে । বৃষ্টির জলের সঙ্গে এই অ্যাসিডগুলি পৃথিবীতে ঝরলে তাদের অম্লবৃষ্টি বলে ।

05. আলোক রাসায়নিক ধোঁয়াশা কাকে বলে ?
যে – আলোক – রাসায়নিক বিক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে যানবাহনের দূষক জলীয় বাষ্পের সঙ্গে পার্টিকুলেট বস্তুর
বিক্রিয়ার মাধ্যমে স্মগ তৈরি হয় , তাকে আলোক রাসায়নিক ধোঁয়াশা বলে ।

06. ইউট্রফিকেশন কাকে বলে ?
জলাশয় পেস্টনাশক এবং রাসায়নিক সার দ্বারা দূষিত হলে , তাতে কিছু আগাছা ও শৈবালের বৃদ্ধি ঘটে । এগুলি জলাশয়ের দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয় , এই ঘটনাকে ইউট্রফিকেশন বলে ।

07. বায়ুদূষণের ফলে কী কী সমস্যা হয় ?
বায়ুদূষণের ফলে উদ্ভিদের খাদ্য উৎপাদন হ্রাস পায় , মানুষের স্বাস্থ্যের সমস্যা হয় , বিশ্ব উন্নায়ন ঘটে , অম্লবৃষ্টি ঝরে , ওজোনস্তরে ছিদ্র সৃষ্টি হয় , ট্রপিক্যাল রোগের প্রাদুর্ভাব বাড়ে ও মৃত্তিকার গুণগত মান কমে ।

08. জলদূষণের ফলে কী কী সমস্যা হয় ?
জলবাহিত রোগের প্রাদুর্ভাব হয় ও জলে দ্রবীভূত O2 -এর পরিমাণ কমে ( ইউট্রফিকেশন ) । এর ফলে জলদূষণের ফলে মনুষ্যস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় এবং জলচর প্রাণীদের ক্ষতি হয় ।

09. মাটিদূষণের ফলে কী কী সমস্যা হয় ?
মাটিদূষণের ফলে মাটিতে অবাঞ্ছিত দূষক পদার্থ মেশে , ফলে মাটি তার গুণাবলি হারায় ও মাটিতে শস্য উৎপাদন ভালো হয় না ।

10. শব্দদূষণ কাকে বলে ?
বিভিন্ন উৎস থেকে নির্গত তীব্র , উন্মত্ত এবং বিরক্তিকর শব্দ , যা বিভিন্ন প্রাণীসহ মনুষ্যজীবনের ভারসাম্য বা সক্রিয়তাকে বিঘ্নিত করে , তাকে শব্দদূষণ বলে ।

11. শব্দ দূষণ কি ভাবে নিয়ন্ত্রণ করা যায়?
মাইক, গাড়ির হর্ন আস্তে বাজাতে হবে।
বিকট শব্দ উৎসের শব্দের প্রাবল্য কমাতে হবে। রাস্তার দু’ধারে ঘনভাবে গাছ লাগাতে হবে।

                                                                    ♥ ♥ ♥ ♥ ♥