পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ (প্রশ্নোত্তর পর্ব-০৪)

 

1. বায়ুদূষণের প্রধান কারণ কী ?

 বায়ু সবচেয়ে বেশি দূষিত হয় গাড়ির ধোঁয়া ও রাসায়নিক শিল্পকেন্দ্র থেকে নির্গত ধোঁয়ার দ্বারা ।

2. দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো ।

  কার্বনডাইঅক্সাইড(CO2), ক্লোরোফ্লুরোকার্বন – সমূহ ( CFCs ) এবং মিথেন ( CH4 )

3. গ্রিনহাউস গ্যাসের প্রধান ‘ এফেক্ট ‘ কী ?

 বিশ্ব উন্নায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ।

4. সর্বাধিক গ্রিনহাউস এফেক্ট সৃষ্টি করে কোন্ উপাদান ?

 জলীয় বাষ্প ( 30-70 % ) ।

5. কোন্ মানব সৃষ্টকারণে CO2 ( গ্রিনহাউস গ্যাস ) -এর মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ?

 জীবাশ্ম জ্বালানির দহন , সিমেন্ট উৎপাদন এবং ক্রান্তীয় বনভূমি বিনাশের কারণে CO2 এর মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।

6. গ্রিনহাউস গ্যাসরূপে কাজ করে কোন্ বায়ুস্তরের ওজোন গ্যাস ?

 ট্রপোস্ফিয়ার ।

7. ওজোন ডিপ্লিশন ও ওজোন গহ্বর সৃষ্টি হচ্ছে কোন্ বায়ুস্তরে ?

 স্ট্র্যাটোস্ফিয়ার ।

8 .বায়ুদূষকরূপে হাইড্রোকার্বনের উৎস কী ?

 বায়ুদূষকরূপে হাইড্রোকার্বনের উৎস হল — জীবাশ্ম জ্বালানির দহন ও কলকারখানা থেকে নির্গত ধোঁয়া ।

9. তৈল শোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে উদ্ভূত কথাকে কী বলে ?

 তৈল শোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে উদ্ভূত কথাকে পেট্রোলিয়াম কোপ বা পেটকোক কথা বলে ।

10 . SPM –  এর উদাহরণ দাও।

 অদহিত কার্বন কণা, যানবাহনের দূষক কণা, সিমেন্টের সূক্ষ্মকণা ইত্যাদি।

                                           *****