পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ (প্রশ্নোত্তর পর্ব-০৩)

 

01. দূষক কাকে বলে ?
> যেসব ক্ষতিকর বস্তু দূষণ ঘটায় , তাদের দূষক বলে ।

02. শহরাঞ্চলে বায়ুদূষণের কারণগুলি কী কী ?
> শহরাঞ্চলে বায়ুদূষণের কারণগুলি হল — জনবিস্ফোরণ , শিল্পস্থাপন এবং নগরায়ণ , গাড়ির অতিব্যবহার ।

03. SPM কাকে বলে ?
> বায়ুদূষণের কারণে বাতাসে ভাসমান সূক্ষ্মাতিসূক্ষ্ম কঠিন কণা বা তরল কণাকে SPM বলে ।

04. CFC- এর পুরো নাম লেখো ।
> Chloro Fluoro Carbon |

05. গ্রিনহাউস গ্যাস কাকে বলে ?
> বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্যাসগুলিকে গ্রিনহাউস গ্যাস বলে ।

06. কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো ।

> কার্বন ডাইঅক্সাইড , মিথেন , জলীয় বাষ্প , নাইট্রাস অক্সাইড , ওজোন , CFC

07. অম্লবৃষ্টিতে কোন কোন অ্যাসিড থাকে ?
> অম্লবৃষ্টিতে সালফিউরিক ও নাইট্রিক ধরনের অ্যাসিড থাকে ।

08. CNG- এর পুরো নাম লেখো ।
> Compressed Natural Gas |

09. জলদূষণ কাকে বলে ?
> জলে অবাঞ্ছিত ও ক্ষতিকর বস্তু প্রয়োগ করলে জলের গুণমান নষ্ট হয় , একে জলদূষণ বলে ।

10. মনুষ্য ক্রিয়াকলাপের ফলে পরিবেশের ক্ষতির দরুন কী সমস্যা দেখা দিচ্ছে ?
>পরিবেশ মানুষের কাছে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।

11. পরিবেশদূষণ রোধ করতে গেলে আমাদেরকে কী করতে হবে?
> দৈনন্দিন জীবনযাপনে আমাদেরকে পরিবেশবান্ধব হয়ে চলতে হবে ।

                                                                        *****