পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ (প্রশ্ন-উত্তর পর্ব-০২)

 

1. পৃথিবীর বায়ুমণ্ডলে আয়ন হিসেবে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ কত?
0.04%

2. পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে মৌলের চক্রবৎ আবর্তনকে কি বলে?
♦ পরিপোষক চক্র বা ভূরাসায়নিক চক্র।

3. জীবজ উপাদানে নাইট্রোজেন প্রোটিন , অ্যামিনো অ্যাসিড ও কি রূপে থাকে?
♦ নিউক্লিক অ্যাসিড।

4 . কোন সায়ানোব্যাকটেরিয়া N2 সংবন্ধন করে?
নস্টক (Nostoc) ।

5. ওজন হিসেবে প্রোটিনে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?
16%

6. বিদ্যুৎপাতের সময় বায়ুর নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে?
নাইট্রিক অক্সাইড।

7. যে – পদ্ধতিতে অ্যামোনিয়াম আয়ন জারিত হয়ে নাইট্রাইট বা নাইট্রেটে রূপান্তরিত হয় তাকে কি বলে?
নাইট্রিফিকেশন।

৪. নাইট্রিক অক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইডের রূপান্তরকরণে কোন গ্যাসের প্রয়োজন হয়?
অক্সিজেন।

9. লেগহিমোগ্লোবিন কোন ধরনের উৎসেচক?
নাইট্রোজিনেজ।

10 . কোন পদ্ধতিতে NH4 নাইট্রেটে পরিণত হয়?
অ্যামোনিফিকেশন।

  *****