♣♣♣ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ ♣♣♣
                        (প্রশ্ন ও উত্তর পর্ব -১১)

 

01. ভারতে গ্রহণযোগ্য শব্দের মান দিনের বেলায় কত?
# ভারতে গ্রহণযোগ্য শব্দের মান দিনের বেলায় 65 ডেসিবেল (dB)।

02. গৃহস্থালির কোন কোন যন্ত্র থেকে শব্দদূষণ ঘটে ?
# ওয়াশিং মেশিন , মিক্সার গ্রাইন্ডার , ভ্যাকুয়াম ক্লিনার  প্রভৃতি থেকে শব্দদূষণ ঘটে ।

03. শব্দের প্রাবল্য কোন এককে পরিমাপ করা যায় ?
# শব্দের প্রাবল্য ডেসিবেল ( dB ) এককে পরিমাপ করা হয় ।

04. কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদের নির্ধারিত মান অনুযায়ী যানবাহনজনি শব্দদূষণ মাত্রা কত হওয়া উচিত ?
# কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পষদের নির্ধারিত মান অনুযায়ী যানবাহনজনি শব্দদূষণ মাত্রা 70-80 dB হওয়া উচিত ।

05. শব্দের মাত্রা কত হলে সিস্টোলিক রক্তচাপ যথেষ্ট বৃদ্ধি পায় ?
# শব্দের মাত্রা 90dB- র উর্ধ্বে হলে সিস্টোলিক রক্তচাপ যথেষ্ট বৃদ্ধি পায় ।

06. অত্যন্ত শক্তিশালী বাজির থেকে যে শব্দদূষণ হয় , তার মাত্রা কত ?
# অত্যন্ত শক্তিশালী বাজির থেকে যে শব্দদূষণ হয় , তার মাত্রা প্রায় 150 ডেসিবেল ( dB ) – এর উর্ধ্বে হয় ।

07. শব্দের মাত্রা কত হলে মানুষসহ অন্যান্য প্রাণীদের বধিরতা দেখা যায় ।

# শব্দের মাত্রা 85 dB- এর উর্ধ্বে হলে মানুষসহ অন্যান্য প্রাণীদের বধিরত দেখা যায় ।

08. NIHL- এর সম্পূর্ণ নাম লেখো ।
# নয়েস ইনডিউসড হিয়ারিং লস ।

09. জেনোবায়োটিক্স কাকে বলে ?
# যেসব উপাদান দেহের পক্ষে অপরিচিত ও বিজাতীয় তাদের জেনোবায়োটিক্স ( xenobiotics ) বলে । যেমন — জৈব সঞ্চয়ক দূষক ।

10. ভারতে অবস্থিত দুটি সৌধের নাম লেখো যেখানে অম্লবৃষ্টির ক্ষতিকর প্রভাব দেখা যায়।
# কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালআগ্রার তাজমহল

                                             *****