♠ ♠ ♠ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ ♠ ♠ ♠ (প্রশ্নোত্তর পর্ব-১০)

 

01. জলে ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ দেখা দেয় ?
>> ইটাই – ইটাই ।

02. পারদ দূষণের ফলে সৃষ্ট রোগের নাম লেখো ।
>> মিনামাটা ।

03. মানুষের দেহ থেকে নির্গত কোন্ কোন্ জীব মাটির দূষণ ঘটায় ?
>> মানুষের দেহ থেকে নির্গত গোলকৃমি , হুক কৃমি প্রভৃতি মাটির দূষণ ঘটায় ।

04. তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন কোন উপাদান মৃত্তিকা দূষণ ঘটায় ?
>> ফ্লাই অ্যাশ ।

05. জমিতে অতিরিক্ত হারে নাইট্রোজেনঘটিত সার ব্যবহার করলে মাটিতে কীসের পরিমাণ বৃদ্ধি পায় ?
>> জমিতে অতিরিক্ত হারে নাইট্রোজেনঘটিত সার ব্যবহার করলে , মাটির অম্লতা বৃদ্ধি পায় ।

06. অত্যধিক হারে জলসেচ জমিতে কী প্রভাব ফেলে ?
>> অত্যধিক হারে জলসেচ জমিকে লবণাক্ত করে তোলে।

07. মানুষের শ্রুতিগ্রাহক অঙ্গটির নাম কী ?

>> অর্গ্যান অফ কর্টি।

08. শব্দদূষণের ফলে মানব হৃৎপিণ্ডে কী প্রভাব দেখা যায় ?
>> শব্দদূষণের ফলে আমাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশন , হৃদ্‌গতি বৃদ্ধি প্রভৃতি রোগ ঘটার সম্ভাবনা বাড়ে ।

09. শব্দদূষণ থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের কী কী ব্যবস্থা গ্রহণ করা দরকার ?

>>শব্দদূষণ থেকে রেহাই পাওয়ার জন্য কানে ইয়ার প্লাগ , ইয়ারমাফ ইত্যাদি ব্যবহার করা দরকার ।

10. ইউট্রোফিকেশনের জন্য দায়ী দুই ধরনের সারের নাম লেখো।
>> ফসফেট জাতীয় সার ও নাইট্রোজেন জাতীয় সার।

                                                    *****