🚦🚦🚦 পরিবেশ ও তার সম্পদ 🚦🚦🚦 (প্রশ্ন ও উত্তর পর্ব-০৫)

 

🐥 বাস্তুতন্ত্রের দুটি প্রাথমিক খাদকের উদাহরণ দাও ।

🎯 বাস্তুতন্ত্রের দুটি প্রাথমিক খাদকের উদাহরণ – শামুক , ছাগল ।

 

🐥একটি ডেট্রিটাস খাদ্যশৃঙ্খলের উদাহরণ দাও ।

🎯 একটি ডেট্রিটাস খাদ্যশৃঙ্খলের উদাহরণ : পচাপাতা – চড়ুই পাখি কেঁচো বাজপাখি ।

 

🐥 একটি তৃণভূমির খাদ্যশৃঙ্খলের উদাহরণ দাও ।

🎯 একটি তৃণভূমির খাদ্যশৃঙ্খলের উদাহরণ হল : ঘাস → ফড়িং → ব্যাং → সাপ → ময়ূর ।

 

🐥 বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহের পর্যায়গুলি কী কী ?

🎯 বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহের পর্যায়গুলি হল — শক্তি অর্জন , শক্তির ব্যবহার ও শক্তির স্থানান্তরণ ।

 

🐥 খাদ্যশৃঙ্খলে পুষ্টিস্তরের সংখ্যা কতগুলি হয় ?

🎯 খাদ্যশৃঙ্খলে পুষ্টিস্তরের সংখ্যা সাধারণত 3 থেকে 5 টি হয় ।

 

🐥 বাস্তুতন্ত্রে ম্যাক্রোকনজিউমার কারা ?

🎯 বাস্তুতন্ত্রে ম্যাক্রোকনজিউমার হল শাকাশী ( গোরু , ছাগল ) ও মাংসাশী ( বিড়াল , কুকুর , বাঘ , সিংহ ) প্রাণীরা ।

 

🐥 বাস্তুতন্ত্রে মাইক্রোকনজিউমার কারা ?

🎯 বাস্তুতন্ত্রে মাইক্রোকনজিউমার হল বিভিন্ন ছত্রাক ও ব্যাকটেরিয়া।

 

🐥 একটি স্থলজ ও একটি জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ দাও ।

🎯 একটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হল বনভূমির বাস্তুতন্ত্র ও একটি জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হল পুকুরের বাস্তুতন্ত্র ।

 

🐥 দুটি পরিপোষক চক্রের নাম লেখো ।

🎯 দুটি পরিপোষক চক্রের নাম হল কার্বন চক্র , অক্সিজেন চক্র ।

 

🐥 বাস্তুতন্ত্রের একটি অজীবীয় শর্তের নাম লেখো ।

🎯 বাস্তুতন্ত্রের একটি অজীবীয় শর্ত হল জলবায়ু ।

 

                                                                 🚤🚤🚤🚤🚤