*** পরিবেশ ও তার সম্পদ *** (প্রশ্ন ও উত্তর পর্ব-০৪)

 

innocent দুটি বেনথসের নাম লেখো।
✅ দুটি বেনথসের নাম হল শামুক ও প্রবাল ।

innocent একটি বাস্তুতন্ত্রে সব সবুজ উদ্ভিদ নষ্ট হয়ে গেলে প্রাথমিকভাবে কী ঘটবে ?
✅ একটি বাস্তুতন্ত্রে সব সবুজ উদ্ভিদ নষ্ট হয়ে গেলে প্রাথমিকভাবে প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে ।

innocent উৎপাদক থেকে দ্বিতীয় শ্রেণির খাদক পর্যন্ত সঠিক পর্যায়ে সাজাও : মাছরাঙা-শৈবাল – মাছ।
✅ শৈবাল – মাছ -মাছরাঙা ।

innocent খাদক উদ্ভিদের একটি উদাহরণ দাও ।
✅ খাদক উদ্ভিদ বা পতঙ্গভুক উদ্ভিদের একটি উদাহরণ হল   কলশপত্রী ( Nepenthes sp ), সূর্য শিশির, পাতা ঝিঁঝিঁ । এরা পতঙ্গ ভক্ষণ করে ।

innocent অধিকাংশ বাস্তুতন্ত্রে একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয় ?
✅ অধিকাংশ বাস্তুতন্ত্রে একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে মাত্র 10 % শক্তি স্থানান্তরিত হয় ।

innocent কোন বিজ্ঞানী দশ শতাংশ নিয়ম প্রবর্তন করেন ?
✅ বিজ্ঞানী লিন্ডম্যান দশ শতাংশ নিয়ম প্রবর্তন করেন ।

innocent বাস্তুতন্ত্রের দুটি সর্বোচ্চ খাদকের উদাহরণ দাও ।
✅ বাস্তুতন্ত্রের দুটি সর্বোচ্চ খাদকের উদাহরণ হল ময়ূর এবং বাজপাখি ।

innocent বাস্তুতন্ত্রের দুটি গৌণ খাদকের উদাহরণ দাও ।
✅ বাস্তুতন্ত্রের দুটি গৌণ খাদকের উদাহরণ হল ব্যাং ও টিকটিকি ।

innocent কমিউনিটিতে প্রতিযোগিতা কী প্রকার সন্নিবেশ ?
✅ কমিউনিটিতে প্রতিযোগিতা ঋণাত্মক ঋণাত্মক ( – – ) সন্নিবেশ।

innocent কমিউনিটিতে শিকার কী প্রকার সন্নিবেশ
✅ কমিউনিটিতে শিকার ধনাত্মক ঋণাত্মক ( + – ) সন্নিবেশ ।

 

                                                     🦩 🦩 🦩 🦩 🦩