♦ ♦ ♦ পরিবেশ ও তার সম্পদ ♦ ♦ ♦

 

01. কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম ‘ ইকোলজি ‘ শব্দটি প্রণয়ন করেন ?
→ বিজ্ঞানী Ernst Haeckel ( 1869 ) সর্বপ্রথম ইকোলজি ’ শব্দটি প্রণয়ন করেন ।

02. কোন্‌টি বাস্তুবিদ্যা অধ্যয়নের সবচেয়ে বড়ো স্তর ?
→ বাস্তুবিদ্যা অধ্যয়নের সবচেয়ে বড়ো স্তর হল বাস্তুতান্ত্রিক স্তর ।

03. কোন্‌টি বাস্তুবিদ্যা অধ্যয়নের সবচেয়ে ছোটো স্তর ?
→ বাস্তুবিদ্যা অধ্যয়নের সবচেয়ে ছোটো স্তর হল একক জীবস্তর ।

04. বাস্তুবিদ্যার কোন্ স্তরে কোনো জীবপ্রজাতির সম্পর্কে অধ্যয়ন করা হয় ?
→ বাস্তুবিদ্যার পপুলেশন স্তরে জীবপ্রজাতির সম্পর্কে অধ্যয়ন করা হয় ।

05. বাস্তুবিদ্যার কোন্ স্তরে বিভিন্ন পপুলেশনের আন্তঃক্রিয়া সম্পর্কে অধ্যয়ন করা হয় ?
→ বাস্তুবিদ্যার কমিউনিটি স্তরে বিভিন্ন পপুলেশনের আন্তঃক্রিয়া সম্পর্কে অধ্যয়ন করা হয় ।

06. আলোর প্রভাবে যেসব বীজ অঙ্কুরিত হয় , তাদের কী বলে ?
→ আলোর প্রভাবে যেসব বীজ অঙ্কুরিত হয় , তাদের ফটোক্লাস্টিক বীজ বলে ।

07. উদ্ভিদের ওপর আলোর প্রভাবের একটি উদাহরণ দাও ।
→ দীর্ঘ – দিবা উদ্ভিদ ( সরষে , মুলো ইত্যাদি ) -এর ক্ষেত্রে 12 ঘণ্টার বেশি আলো থাকলে তবে ফুল ফোটে ।

৪ প্রাণীর ওপর আলোর প্রভাবের একটি উদাহরণ দাও ।
→ পুকুরের জুপ্ল্যাঙ্কটন সূর্যালোকের প্রভাবে জলের উপরিতলে চলে আসে ।

9 উদ্ভিদের ওপর আর্দ্রতার প্রভাবের একটি উদাহরণ দাও।
→ বাতাসের জলীয় বাষ্পের মাত্রা বৃদ্ধি পেলে উদ্ভিদের ৰাষ্পমোচন হ্রাস পায় ।

10 প্রাণীর ওপর আর্দ্রতার প্রভাবের একটি উদাহরণ দাও।
→ মরুপ্রাণী মোলক হরিদাস ( Moloch horridus ) – এর দেহের আর্দ্রতা বজায় রাখতে ত্বক কণ্টকময় হয় ।

                                                                 *****