ZOOLOGY ( প্রাণীবিদ্যা )
UNIT- 01 PART-01
ননকর্ডাটা বা অমেরুদণ্ডী ( Non-Chordate or Invertebrates )
ননকর্ডাটা বা অমেরুদণ্ডী ( Non-Chordate or Invertebrates )
সঠিক উত্তর নির্বাচন করোঃ–
( 1 ) জীবদের দ্বিপদ নামকরণ ( binomial nomenclature ) পদ্ধতি প্রবর্তন করেন— ( a ) অ্যারিস্টটল ( b ) বেন্থাম ও হুকার ( c ) লিনিয়াস ( d ) হুইটেকার ।
উত্তর: ( c ) লিনিয়াস ।
( 2 ) এদের মধ্যে কোন্টি ফ্ল্যাজেলাযুক্ত এককোশী প্রাণী ? – ( a ) অ্যামিবা ( Amoeba ) ( b ) ইউগ্লেনা ( Euglena ) ( c ) প্যারামেশিয়াম ( Paramoecium ) ( d ) মনোসিস্টিস ( Monocystis ) ।
উত্তর: ( b ) ইউগ্লেনা ( Euglena ) ।
( 3 ) বাইপিনারিয়া ( Bipinnaria ) লার্ভা কোন্ পর্বের প্রাণীতে দেখা যায় ? – ( a ) মোলাস্কা ( Mollusca ) ( b ) একাইনোডারমাটা ( Echinodermata ) ( c ) অ্যানিলিডা ( Annelida ) ( d ) আর্থ্রোপোডা ( Arthropoda ) ।
উত্তর: ( b ) একাইনোডারমাটা ( Echinodermata ) ।
( 4 ) ট্রাইপ্যানোসোমা আদ্যপ্রাণীটি যে পর্বযুক্ত – ( a ) সারকোম্যাস্টিগোফোরা ( b ) সিলিওফেরা ( c ) মিক্সোজোয়া ( d ) এপিকম্প্লেক্সা ।
উত্তর : ( a ) সারকোম্যাস্টিগোফোরা ।
( 5 ) প্রোটোজোয়া পর্বের প্রাণীদের আসেলুলার ( acellular ) নামকরণ করেছেন– ( a ) লিনিয়াস ( Linnaeus ) ( b ) হুইটেকার ( Whittaker ) ( c ) গোল্ডফাস ( Goldfuss ) ( d ) ডোবেল ( Dobell ) ।
উত্তর: ( d ) ডোবেল ( Dobell ) |
( 6 ) এদের মধ্যে কোন্ এককোশী প্রাণীর দেহে একটি বড়ো এবং একটি ছোটো নিউক্লিয়াস থাকে ? – ( a ) অ্যামিবা ( Amoeba ) ( b ) ইউগ্লেনা ( Euglena ) ( c ) প্যারামেশিয়াম ( Paramoecium ) ( d ) মনোসিস্টিস ( Monocystis ) ।
উত্তর: ( c ) প্যারামেশিয়াম ( Paramoecium ) ।
( 7 ) নীচের কোন্টি প্রোটোজোয়া নয় – ( a ) প্লাজমোডিয়াম ( Plasmodium ) ( b ) ট্রাইপ্যানোসোমা ( Trypanosoma ) ( c ) ট্রাইকোমোনাস ( Trichomonas ) ( d ) টিউবিফেক্স ( Tubifex ) ।
উত্তর: ( d ) টিউবিফেক্স ( Tubifex ) ।
( 8 ) এদের মধ্যে কোন্ পর্বের প্রাণীতে নিমাটোসিস্ট ( nematocyst ) থাকে ? – ( a ) পরিফেরা ( Porifera ) ( b ) নিডারিয়া ( Cnidaria ) ( c ) অ্যানিলিডা ( Annelida ) ( d ) টিনোফোরা ( Ctenophora ) ।
উত্তর: ( b ) নিডারিয়া ( Cnidaria ) ।
( 9 ) এদের মধ্যে কোন্ পর্বের প্রাণীতে চিরুণি প্লেট ( Comb plate ) পাওয়া যায় ? – ( a ) অ্যানিলিডা ( Annelida ) ( b ) নিডারিয়া ( Cnidaria ) ( c ) টিনোফোরা ( Ctenophora ) ( d ) পরিফেরা ( Porifera ) ।
উত্তর: ( c ) টিনোফোরা ( Ctenophora ) ।
( 10 ) হার্মিফোরা ( Hormiphora sp . ) এবং বেরো ( Berve sp . ) প্ৰাণী দুটি কোন পর্বের ? ( a ) অ্যানিলিডা ( Annelida ) ( b ) পরিফেরা ( Porifera ) ( c ) টিনোফোরা ( Ctenophora ) ( d ) নডারিয়া ( Cnidaria )
উত্তর: ( c ) টিনোফোরা ( Ctenophora ) ।
( 11 ) প্রকৃত সিলোম ( true coelom ) নীচের কোন প্রাণীপর্বে পাওয়া যায় ? ( a ) প্ল্যাটিহেলামিনথেস ( Platyhelminthes ) ( b ) অ্যানিলিডা ( Annelida ) ( c ) আর্থ্রোপোডা ( Arthropoda ) ( d ) সমিনছে । ( Aschelminthes ) ।
উত্তর: ( b ) অ্যানিলিডা ( Annelida ) ।
( 12 ) মেটামেরিজম্ ( Metamerism ) নীচের কোন প্রাণী পর্বের বিশেষ বৈশিষ্ট্য ? — ( a ) মোলাস্কা ( Mollusca ) ( b ) আর্থ্রোপোডা ( Arthropod ( c ) অ্যানিলিডা ( Annelida ) ( d ) প্ল্যাটিহেলামিনথেস ( Platyhelminthes )
উত্তর : ( c ) অ্যানিলিডা ( Annelida ) ।
( 13 ) পর্ব – অ্যানিলিডা ( Annelida ) এবং আথ্রোপোডা ( Arthropoda ) দের মধ্যে সংযোগ রক্ষাকারী একটি জীব জীবাশ্মের ( living fossil ) নাম- ( a ) অ্যাফ্রোডাইট ( Aphrodite sp . ) ( b ) নেরিস ( Nereis sp ) ( c ) পেরিপেটাস ( Peripatus sp . ) | ( d ) লিমুলাস ( Limulus sp . )
উত্তর: ( c ) পেরিপেটাস ( Peripatus sp . )
( 14 ) ভেলিগার ( Veliger ) , ট্রকোফোর ( Trochophore ) এবং গ্লুচিডিয়াম ( Glochidium ) এই তিন প্রকার লার্ডই দেখা যায় কোন্ পর্বের প্রাণীতে ? – ( a ) অ্যানেলিডা ( Annelida ) ( b ) আর্থ্রোপোডা ( Arthropoda ) ( c ) মোলাস্কা ( Mollusca ) ( d ) একাইনোডারমাটা ( Echinodermata ) ।
উত্তর: ( c ) মোলাস্কা ( Mollusca ) ।
( 15 ) এদের কোন্টি স্বাধীনজীবী কৃমি জাতীয় প্রাণী ? – ( a ) লিভার ফ্লুক ( Liver fluke ) ( b ) ট্রিনিয়া ( Taenian ( c ) প্ল্যানেরিয়া ( Planaria ) ( d ) a ও b উভয়েই ।
উত্তর: (c) প্ল্যানেরিয়া ( Planaria ) ।
( 16 ) মনেরা সাম্রাজ্যের বৈশিষ্ট্য হল– ( a ) আণুবীক্ষণিক ( b ) নিউক্লিয়াস সুগঠিত ( c ) কোশপ্রাচীর অনুপষিত ( d ) পরভোজী ।
উত্তর : ( a ) আণুবীক্ষণিক ।
( 17 ) বহুকোশী প্রাণীর উৎপত্তি হয়েছে- ( a ) এককোশী থেকে ( b ) সিনসিটিয়াল আদ্যপ্রাণী থেকে ( c ) প্যারাজোয় থেকে ( d ) প্রোক্যারিওটস্ থেকে ।
উত্তর: ( b ) সিনসিটিয়াল আদ্যপ্রাণী থেকে ।
( 18 ) বহুকোশী স্পঞ্ঝের উপরাজ্য হল – ( a ) প্যারাজোয়া ( b ) এন্টারোজোয়া ( c ) পরিফেরা ( d ) কোনোটিই নয় ।
উত্তর : ( a ) প্যারাজোয়া ।
( 19 ) প্রোটোজোয়া উপরাজ্যের প্রাণীরা হল – ( a ) কোশীয় ( b ) অকোশীয় ( c ) এককোশী ( d ) বহুকোশী ।
উত্তর: ( c ) এককোশী ।
( 20 ) মালাস্কা পর্বের প্রাণীদের প্রধান লাভার নাম হল – ( a ) ভেলিগার ( b ) গ্লুকোফোর ( c ) মডিডিয়াম ( d ) জেলিডিয়াম ।
উত্তর : ( a ) ভেলিগার ।
( 21 ) ইউগ্লিনার ( Euglena ) গমন অঙ্গের নাম- ( a ) ক্ষণপদ ( b ) ফ্লাজেলা ( c ) সিলিয়া ( d ) পিলি ।
উত্তর : ( b ) ফ্লাজেলা ।
( 22 ) টিনোফোরা পর্বের সমস্ত প্রাণীই – ( a ) লচর ( b ) স্বাদুজলে থাকে ( c ) নোনা জলে থাকে ( d ) উভচর ।
উত্তর : ( c ) নোনা জলে থাকে ।
( 23 ) প্লাটিহেলমিনথেস পর্বের একটি বিশেষ বৈশিষ্ট্য হল ( a ) শ্বসন তন্ত্র থাকে ( b ) শ্বসন তন্ত্র থাকে ন ( c ) সংবহন তন্ত্র থাকে না ( d ) b ও c দুটোই । ( d ) b ও c দুটোই ।
( 24 ) প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম হল – ( a ) ক্ষণপদ ( b ) ফ্ল্যাজেলা ( c ) সিলিয়া ( d ) পিলি ।
উত্তর: ( c ) সিলিয়া ।
( 25 ) এদের মধ্যে কোন্টি সিলিয়াযুক্ত এককোশী প্রাণী ? – ( a ) ইউগ্লিনা ( Euglina ) ( b ) অ্যামিবা ( Amoeba ) ( c ) প্যারামেসিয়াম ( Paramoecium ) ( d ) প্লাজমোডিয়াম ( Plasmodium ) ।
উত্তর: ( c ) প্যারামেসিয়াম ( Paramoecium ) ।
*****