নকল প্রেমের ঝলকানি

নকল প্রেমের ঝলকানি
মৃত্যু করে কানাকানি।

বাঁচার জন্য লড়াই করি
পাইনি স্বাদ কানাকড়ি,
ভালোবাসা ঐ সার্থের দাস
প্রেমের ফাঁদে শুধুই লাশ।

অবসাদ এর এই খেলাতে
তুচ্ছ কেন জীবন ,
আত্মা তোমার স্রষ্টা প্রীতি
যত্নে রাখো সুজন।

           *****