দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন —২০২২
বিষয় — জীবনবিজ্ঞান ও পরিবেশ
দশম শ্রেণি পূর্ণমান—১০ সময় —২৫ মিনিট
‘জীবনবিজ্ঞান ও পরিবেশ’ বিষয়ের IFE পরীক্ষার প্রস্তুতি
প্রশ্ন হবে ১নম্বরের ৬ টি, ২নম্বরের ২ টি।মোট ১০ নম্বর।
============================
প্রশ্নঃ- পেনিসিলিয়াম কিসের সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে?
কনিডিয়ার সাহায্যে।
প্রশ্নঃ- জীবদেহের কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টিকে কি বলে?
পুনরুৎপাদন বলে।
প্রশ্নঃ- কোন উদ্ভিদের পাতার কিনারায় পত্রাশ্রয়ী মুকুল দেখা যায় ?
পাথরকুচি, বিগোনিয়া ইত্যাদি।
প্রশ্নঃ- একটি সম্পূর্ণ ফুলের কটি অংশ কি কি?
চারটি অংশ। বৃতি, দলমন্ডল, পুংকেশরচক্র, গর্ভকেশরচক্র।
প্রশ্নঃ- পক্ষীপরাগী ফুলের উদাহরণ দাও।
পলাশ, শিমুল, মাদার ইত্যাদি।
প্রশ্নঃ- 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত বিকাশের দশাকে কি বলে?
বয়ঃসন্ধি কাল।
প্রশ্নঃ- বংশগতি সংক্রান্ত মেন্ডেলের মৌলিক সূত্র গুলিকে কি বলে?
মেন্ডেলবাদ।
প্রশ্নঃ- লোকাস কি?
ক্রোমোজমের যে স্থানে জিন অবস্থান করে, সেই স্থানকে লোকাস বলে।
প্রশ্নঃ- ইমাসকুলেশন কী?
উভলিঙ্গ ফুলের পুংকেশর গুলো বাদ দেওয়ার পদ্ধতিকে ইমাসকুলেশন বলে।
প্রশ্নঃ- বংশগতির জনক কে ?
গ্রেগর যোহান মেন্ডেল।
প্রশ্নঃ- একসংকর জননে F2 জনুর ফিনোটাইপ ও জিনোটাইপ এর অনুপাত কি কি?
ফিনোটাইপ অনুপাত 3:1 এবং জিনোটাইপ অনুপাত 1:2:1
প্রশ্নঃ- দ্বি-সংকর জননে F2 জনুর ফিনোটাইপ ও জিনোটাইপ এর অনুপাত কি কি?
ফিনোটাইপ অনুপাত 9:3:3:1 এবং জিনোটাইপ অনুপাত 1:2:2:4:1:2:1:2:1
প্রশ্নঃ- মানুষের দেহে স্বাভাবিক অবস্থায় ডিপ্লয়েড ক্রোমোজমের সংখ্যা কত ও কি কি?
46 টি। এর মধ্যে 44 টি অটোজোম ও দুই টি সেক্স ক্রোমোজম।
প্রশ্নঃ- জীবনের উৎপত্তি সংক্রান্ত রাসায়নিক তত্ত্ব কোন বিজ্ঞানী প্রমাণ করেন?
ওপারিন ও হ্যালডেন।
প্রশ্নঃ- অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্ক এর লেখা বইয়ের কনাম কি?
ফিলোজফি জুওলজিক।
প্রশ্নঃ- ‘যোগ্যতমের উদবর্তন’ কথাটির সমর্থক কে?
চার্লস ডারউইন।
প্রশ্নঃ- ‘অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র’ কার মতবাদ?
জাঁ ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক।
প্রশ্নঃ- মায়োসিন যুগের ঘোড়ার নাম কি ও উচ্চতা কত?
মেরিচিপ্পাস। উচ্চতা 100 সে.মি।
প্রশ্নঃ- আধুনিক ঘোড়ার নাম কি?
ইকুয়াস।
প্রশ্নঃ- দুটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো।
পেরিপেটাস, প্লাটিপাস।
প্রশ্নঃ- মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের কি?
অ্যাপেনডিক্স, কক্সিস।
প্রশ্নঃ- মাছের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ দেখা যায়?
দুটি। একটি অলিন্দ ও একটি নিলয়।
প্রশ্নঃ- জেরোফাইট উদ্ভিদের দুটি উদাহরণ দাও।
ফণীমনসা, ত্রি-শিরা।
প্রশ্নঃ- পায়রার ফুসফুসের সাথে কটি বায়ু থলি থাকে?
নয় (9) টি।
প্রশ্নঃ- কোন গাছে শ্বাসমূল দেখা যায়?
সুন্দরী।
প্রশ্নঃ- উটের কোন অঙ্গে ওয়াটার স্যাক থাকে?
পাকস্থলী-তে।
প্রশ্নঃ- খাদ্য উৎস 100 মিটারের মধ্যে হলে, মৌমাছিরা কেমন নৃত্য প্রদর্শন করে?
চক্রাকার নৃত্য।
প্রশ্নঃ-
অযৌন জনন কাকে বলে?
যৌন জনন ও অযৌন জননের দুটি পার্থক্য লেখো।
গ্রাফটিং কাকে বলে?
মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে?
জনুক্রম কাকে বলে?
পরাগযোগ কাকে বলে?
জলপরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লেখো।
বংশগতি কাকে বলে?
প্রকরণ কাকে বলে?
মিউটেশন কাকে বলে?
অ্যালিল কাকে বলে?
সংকরায়ণ কাকে বলে?
মেন্ডেলের সাফল্যের কারণ গুলি লেখো।
পৃথকভবনের সূত্র কাকে বলে?
স্বাধীন সঞ্চারণ সূত্র কাকে বলে?
অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে?
থ্যালাসেমিয়া কাকে বলে?
হিমোফিলিয়া কাকে বলে?
প্রোটোনোপিয়া কাকে বলে?
অভিব্যক্তি কাকে বলে?
সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে?
ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে?
অভিযোজন কাকে বলে?
*****
[url=http://slkjfdf.net/]Itazatupa[/url] Uubnowot ngr.oryo.notundisha.com.uan.nu http://slkjfdf.net/
[url=http://slkjfdf.net/]Uclkuv[/url] Iseraqo eqt.cvug.notundisha.com.wcc.wp http://slkjfdf.net/
Hi! I just wish to give you a big thumbs up for your excellent info you have got here on this post. I will be returning to your blog for more soon.
Thanks for this post, I am a big fan of this internet site would like to go on updated.
Your house is valueble for me. Thanks!…
Thanks