—ঝড় সামলে নিও তুমি—

আয়লা, ফনীর মতো আমফান
ঝড় সামলে নিও তুমি,
আজ করোনার করাল গ্রাসে
শঙ্কিত মোর মাতৃ-ভূমি,

এই মহামারীর মৃত্যু দেশে
ঘর বন্দি যখন আমি,
প্রলয়-কারী জলোচ্ছাস-এর
ঝড় সামলে নিও তুমি।

চোখের আড়াল থেকেও মোরা
দুজনের মন এর ধ্রুবতারা,
বিপর্যয় এর তান্ডব আজ
করছে মোদের জারা-জারা।

এই অসহনীয় দেশ-ক্ষয়ী
কোভিড ঝড়ের ধ্বংস ভূমি,
রক্ষা করতে অটুট আমি
ঝড় সামলে নিও তুমি।

*****