♣♣জীববিদ্যা ও মানবকল্যাণ♣♣♣ (প্রশ্নোত্তর পর্ব -০৭)

 

01. অণুজীববিদ্যার জনক কে ?
> অণুজীববিদ্যার জনক হলেন বিজ্ঞানী লুই পাস্তুর ।

02. নিওমাইসিন নামক অ্যান্টিবায়োটিক উৎপাদনে সাহায্যকারী জীবাণুর নাম কী ?
> নিওমাইসিন নামক অ্যান্টিবায়োটিক উৎপাদনে সাহায্যকারী জীবাণুর নাম স্ট্রেপটোমাইসেস ফ্রেডি।

03 টেরামাইসিন নামক অ্যান্টিবায়োটিক সাহায্যকারী জীবাণুর নাম কী ?
> টেরামাইসিন নামক অ্যান্টিবায়োটিক উৎপাদনে সাহায্যকারী জীবাণুর নাম স্ট্রেপটোমাইসেস রিমোসাস ।

04. স্ট্রেপটোমাইসেস ভেনেজুয়েলি নামক ব্যাকটেরিয়া থেকে কোন্ অ্যান্টিবায়োটিক পাওয়া যায় ?
> স্ট্রেপটোমাইসেস ভেনেজুয়েলি নামক ব্যাকটেরিয়া থেকে ক্লোরামফেনিকল নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায় ।

05. কোন্ অণুজীব জীব-কৃষিসার হিসেবে কাজ করে ?
> অ্যাজোটোব্যাকটর জীব-কৃষিসার হিসেবে কাজ করে ।

06. মাটিতে মুক্তভাবে বসবাসকারী দুটি ব্যাকটেরিয়ার নাম কী ?
> মাটিতে মুক্তভাবে বসবাসকারী দুটি ব্যাকটেরিয়া হল— [ 1 ] অ্যাজোটোব্যাকটর ক্রুকোকাম ( 2 ) বেইজারিনকিয়া ইন্ডিকা ।

07. অ্যাজোটোব্যাকটর এর গুরুত্ব লেখো ।
> অ্যাজোটোব্যাকটর প্রতি বছর প্রত্যেক হেক্টর জমিতে প্রায় 20-25 kg নাইট্রোজেন সংবন্ধন করতে পারে ।

08. রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিল্পগোত্রীয় উদ্ভিদের কোন্ অংশে বসবাস করে ?
> রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদের মধ্যে বসবাস করে ।

09. কোন্ কোন্ উদ্ভিদের পাতা ও কাণ্ডকে সবুজ সার হিসেবে চাষের জমিতে ব্যবহার করা হয় ?
> শন , ধৈঞ্ঝা , করমচা প্রভৃতি উদ্ভিদের পাতা ও কাণ্ডকে সবুজ সাররূপে চাষের জমিতে ব্যবহার করা হয় ।

10. শিল্পজাতীয় উদ্ভিদেরা প্রতি বছর ভারতবর্ষের মাটিতে প্রতি হেক্টরে কী পরিমাণ নাইট্রোজেন সরবরাহ করে ?
> শিম্বজাতীয় উদ্ভিদেরা প্রতিবছর ভারতবর্ষের মাটিতে প্রতি হেক্টরে প্রায় 50-150 kg নাইট্রোজেন সরবরাহ করে।

11. কোন্ নীলাভ – সবুজ শৈবাল মিথোজীবীরূপে বাস করে ?
> অ্যানাবিনা অ্যাজোলি নামক নীলাভ – সবুজ শৈবাল  মিথোজীবীরূপে বাস করে ।

12. অ্যাজোল্লা – এর একটি গুরুত্ব লেখো ।
> অ্যাজোল্লা প্রতি বছর প্রতি হেক্টর জমিতে প্রায় 80 kg নাইট্রোজেন সংগ্রহ করতে পারে ।

13. নীলাভ – সবুজ শৈবাল নাইট্রোজেন সংবন্ধন ছাড়া মাটিতে আর কী কী নিঃসৃত করে ?
> নীলাভ – সবুজ শৈবাল নাইট্রোজেন সংবন্ধন ছাড়া মাটিতে অক্সিন , অ্যাসকরবিক অ্যাসিড ও ভিটামিন B নিঃসৃত করে ।

                                                         *****