♦♦জীববিদ্যা ও মানবকল্যাণ♦♦♦ (প্রশ্নোত্তর পর্ব – ০৬)

 

01. অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি কীরূপ ?
অ্যান্টিজেন রাসায়নিক প্রকৃতিগতভাবে প্রোটিন , লিপিড , বহুশর্করা বা নিউক্লিক অ্যাসিডধর্মী হয় ।

02. মানবদেহে কত প্রকার ইমিউনোগ্লোবিউলিন আছে ও কী কী ?
মানবদেহে পাঁচ প্রকারের ইমিউনোগ্লোবিউলিন আছে , যেমন— IgA , IgD , IgE , IgG ও IgM ।

03. টিকাকরণ কী ?
দেহকে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে অনাক্রম্য করার উদ্দেশ্যে টিকা প্রবেশ করানোর পদ্ধতিকে টিকাকরণ বলে ।

04. অনাক্রম্যতা কী ?
সংক্রামক রোগের বিরুদ্ধে জীবদেহের প্রতিরোধ ক্ষমতাকে অনাক্রম্যতা বলে।

05. কোশের অংশ থেকে নির্মিত টিকার উদাহরণ দাও ।
কোশের অংশ থেকে নির্মিত টিকার উদাহরণ হল — নিউমোকক্কাল টিকা ।

06. মানবদেহে কোন্ কোন্ ধরনের জীবাণু রোগ সৃষ্টির জন্য দায়ী ?
মানবদেহে প্রোটোজোয়া , চ্যাপটা কৃমি , গোলকৃমি , ব্যাকটেরিয়া , ছত্রাক ও ভাইরাস রোগ সৃষ্টির জন্য দায়ী ।

07. ডিপথেরিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম লেখো ।
ডিপথেরিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হল করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি ।

08. ধৌতকরণের ফলে কোন কোন রোগ থেকে রেহাই পাওয়া যায় ?
ধৌতকরণের ফলে ইনফ্লুয়েঞ্জা , হাম , চিকেনপক্স , যক্ষ্মা প্রভৃতি রোগ থেকে রেহাই পাওয়া যায় ।

09. নিউমোনিয়া রোগের সাধারণ লক্ষণগুলি সম্বন্ধে লেখো ।
কফ , জ্বর , বুকে যন্ত্রণা ও শ্বাসকষ্ট , ক্লান্তি , লালাক্ষরণ ইত্যাদি ।

10. ডেঙ্গু বা ডেঙ্গি রোগের উপসর্গ গুলি লেখো।
জ্বর(104°F থেকে 105°F), মাথা যন্ত্রণা, পেশি ও অস্থিসন্ধিতে হাড় ভাঙা যন্ত্রণা, হ্যামারেজিক জ্বর ইত্যাদি।

                                                          ◊ ◊ ◊ ◊ ◊