01. AIDS- এর সম্পূর্ণ রূপটি কী ?
♦ AIDS- এর সম্পূর্ণ রূপটি হল Acquired Immuno Deficiency Syndrome ।

02. কোয়ার্টান ম্যালেরিয়া কোন্ জীবাণুর সংক্রমণে হয় ?
♦ কোয়ার্টান ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ম্যালেরি নামক প্রোটোজোয়ার সংক্রমণে হয় ।

03. কোন তারিখে বিশ্ব AIDS দিবস পালিত হয় ?
♦ বিশ্ব AIDS দিবস 1 ডিসেম্বর পালিত হয় ।

04. জন্ডিস কোন্ রোগের উপসর্গরূপে প্রকাশ পায় ?
♦ জন্ডিস হেপাটাইটিস A ও B এর উপসর্গরূপে প্রকাশ পায় ।

05. AZT- এই প্রতিষেধকটি কোন্ রোগের বিরুদ্ধে প্রয়োগ করা হয় ?
♦ AZT ( অ্যাজিডোথাইমিডিন ) এই প্রতিষেধকটি AIDS রোগের বিরুদ্ধে প্রয়োগ করা হয় ।

06. ধৌতকরণের একটি জীবাণুনাশকের নাম বলো ।
♦ ধৌতকরণে অ্যালকোহল জীবাণুনাশকরূপে ব্যবহৃত হয় ।

07. WASH- কথাটির পুরো নাম কী ?
♦ WASH কথাটির পুরো নাম হল – Water Sanitation and Hygiene ( WASH ) programme.

 

08. শুষ্ক ধৌতকরণে ব্যবহৃত একটি অদাহ্য পরিষ্কারক দ্রব্যের নাম লেখো ।
♦ শুষ্ক ধৌতকরণে ব্যবহৃত একটি অদাহ্য পরিষ্কারক দ্রব্য হল কঠিন টেট্রাক্লোরাইড বা ট্রাইক্লোরোইথিলিন ।

9. হাত না ধূলে হতে পারে এমন একটি রোগের নাম করো ।
♦ হাত না ধুলে ডায়ারিয়া রোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

10. শুষ্ক পৌতকরণে ব্যবহৃত একটি দাহ্য পরিষ্কারক দ্রব্যের নাম লেখো।
♦ শুষ্ক ধৌতকরণে ব্যবহৃত একটি দাহ্য পরিষ্কারক দ্রব্য হল পেট্রোল বেঞ্জিন।

11. জলে ধৌতকরণের জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণগুলি কি কি?
♦ জলে ধৌতকরণের জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণগুলি হল – সাবান , সোডা , ডিটারজেন্ট , লবণ ইত্যাদি ।

                                                         ♥ ♥ ♥ ♥ ♥