জীববিদ্যা ও মানবকল্যাণ (প্রশ্নোত্তর পর্ব – ০৪)

 

01. কোন বিজ্ঞানী প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন?
এডওয়ার্ড জেনার প্রথম ভ্যাকসিন (গুটি বসন্তের ভ্যাকসিন ) আবিষ্কার করেন।

02. একটি অধঃএকক টিকার উদাহরণ দাও।
হেপাটাইটিস B টিকা ।

03. OPV- এর পুরো নাম কী ?
 OPV- এর পুরো নাম হল — Oral Polio Vaccine ।

04. ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুর নাম কী ?
 ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণু হল প্লাজমোডিয়াম ।

05. কোন্ ব্যাকটেরিয়া মানবদেহে যক্ষ্মা রোগ সৃষ্টি করে ?
 মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস মানবদেহে যক্ষ্মা রোগ সৃষ্টি করে ।

06. একটি ভাইরাসঘটিত জলবাহিত রোগের নাম লেখো ।
একটি ভাইরাসঘটিত জলবাহিত রোগ হল হেপাটাইটিস ।

07. নিউমোনিয়া রোগের জন্য দায়ী জীবাণুর নাম লেখো ।
 নিউমোনিয়া রোগের রোগের জন্য জন্য দায়ী জীবাণুর নাম— স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ।

08. ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম কী ?
 ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম — করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি ।

09. মানবদেহের কোন্ কোশকে HIV ধ্বংস করে ?
 মানবদেহের T4 লিম্ফোসাইট কোশকে HIV ধ্বংস করে ।

10. HIV- এর নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি কীরূপ ?
HIV- এর নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি হল একতন্ত্রী RNA .

                                                 *****