জীববিদ্যা ও মানবকল্যাণ (প্রশ্ন-উত্তর পর্ব-০৩)

 

01. ভ্রূণের দেহে প্রথম সংশ্লেষিত অ্যান্টিবডি কী ?
> ভ্রূণের দেহে প্রথম সংশ্লেষিত অ্যান্টিবডি হল IgM

02. কোন্ অ্যান্টিবডি মাতৃরক্ত থেকে প্লাসেন্টা অতিক্রম করে ভ্রূণের রক্তে যায় ?
> IgG মাতৃরক্ত থেকে প্লাসেন্টা অতিক্রম করে ভ্রূণের রক্তে যায় ।

03. অ্যালার্জি প্রতিরোধে সাহায্যকারী অ্যান্টিবডি কোন্‌টি ?
> অ্যালার্জি প্রতিরোধে সাহায্যকারী অ্যান্টিবডি হল Ig E

04. প্রাথমিক ইমিউন রেসপন্সে কোন্ অ্যান্টিবডি সৃষ্টি হয় ?
> প্রাথমিক ইমিউন রেসপন্সে IgM অ্যান্টিবডি সৃষ্টি হয় ।

05. অনাক্রম্যতা সম্পর্কিত জীববিদ্যার শাখাকে কী বলে ?

> অনাক্রম্যতা সম্পর্কিত জীববিদ্যার শাখা হল ইমিউনোলজি ।

06. থার্ড লাইন অফ ডিফেন্স বলতে কোন প্রকার অনাক্রম্যতাকে বোঝানো হয় ?
> থার্ড লাইন অফ ডিফেন্স বলতে অর্জিত অনাক্রম্যতাকে  বোঝানো হয় ।

07. TAB কী ?
> টাইফয়েড A ও B- এর মৃত ভ্যাকসিনকে একত্রে TAB বলে ।

08. MMR- এর পুরো নাম কী ?

> MMR- এর পুরো নাম হল – Mumps Measles Rubella 

09. DPT এর সম্পুর্ণ রূপ কী?
> DPT এর সম্পুর্ণ রূপ— Diptheria Pertuss Tetanus.

10. TT – এর পুরো নাম কী?
> TT -এর পুরো নাম হল Tetanus Toxoid

                                                                 *****