‘জীববিদ্যা ও মানবকল্যাণ‘ (প্রশ্ন-উত্তর পর্ব-০৩)
01. ভ্রূণের দেহে প্রথম সংশ্লেষিত অ্যান্টিবডি কী ?
> ভ্রূণের দেহে প্রথম সংশ্লেষিত অ্যান্টিবডি হল IgM
02. কোন্ অ্যান্টিবডি মাতৃরক্ত থেকে প্লাসেন্টা অতিক্রম করে ভ্রূণের রক্তে যায় ?
> IgG মাতৃরক্ত থেকে প্লাসেন্টা অতিক্রম করে ভ্রূণের রক্তে যায় ।
03. অ্যালার্জি প্রতিরোধে সাহায্যকারী অ্যান্টিবডি কোন্টি ?
> অ্যালার্জি প্রতিরোধে সাহায্যকারী অ্যান্টিবডি হল Ig E
04. প্রাথমিক ইমিউন রেসপন্সে কোন্ অ্যান্টিবডি সৃষ্টি হয় ?
> প্রাথমিক ইমিউন রেসপন্সে IgM অ্যান্টিবডি সৃষ্টি হয় ।
05. অনাক্রম্যতা সম্পর্কিত জীববিদ্যার শাখাকে কী বলে ?
> অনাক্রম্যতা সম্পর্কিত জীববিদ্যার শাখা হল ইমিউনোলজি ।
06. থার্ড লাইন অফ ডিফেন্স বলতে কোন প্রকার অনাক্রম্যতাকে বোঝানো হয় ?
> থার্ড লাইন অফ ডিফেন্স বলতে অর্জিত অনাক্রম্যতাকে বোঝানো হয় ।
07. TAB কী ?
> টাইফয়েড A ও B- এর মৃত ভ্যাকসিনকে একত্রে TAB বলে ।
08. MMR- এর পুরো নাম কী ?
> MMR- এর পুরো নাম হল – Mumps Measles Rubella
09. DPT এর সম্পুর্ণ রূপ কী?
> DPT এর সম্পুর্ণ রূপ— Diptheria Pertuss Tetanus.
10. TT – এর পুরো নাম কী?
> TT -এর পুরো নাম হল Tetanus Toxoid
*****
Heya i’m for the first time here. I found this board and I to find It truly useful & it helped me out a lot. I’m hoping to give one thing back and aid others such as you aided me.
Taken together, the exacerbated PH phenotype in Vegfr3 ECKO mice, in conjunction with impaired BMP signaling in these mice, supports our hypothesis that VEGFR3 may be a key mediator of endothelial BMPR2 mediated signaling can i get viagra without a prescription