♠♠♠ জীববিদ্যা ও মানবকল্যাণ ♠♠♠ (প্রশ্নোত্তর পর্ব -১০)

 

01. কেঁচো সার প্রস্তুতিকে কী বলে ?
কেঁচো সার প্রস্তুতিকে ভার্মিকালচার বলে ।

02. অণুজীব সার হিসেবে ব্যবহৃত একটি নীলাভ – সবুজ শৈবালের নাম লেখো ।
 নস্টক নামক নীলাভ – সবুজ শৈবাল অণুজীব সার হিসেবে ব্যবহৃত হয় ।

03. Bt- এর পুরো কথাটি লেখো ।
 Bt- এর পুরো কথাটি হল— ব্যাসিলাস থুরিনজিয়েনসিস।

04. NPV- এর পুরো কথাটি লেখো ।
 NPV- এর পুরো কথাটি হল— Nuclear Polyhedrosis Virus.

05. একটি N2 সংবন্ধনকারী মিথোজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো ।
 রাইজোবিয়াম হল একটি N2- সংবন্ধনকারী মিথোজীবী ব্যাকটেরিয়া ।

06. কোন্ অ্যান্টিবায়োটিক ‘ ওয়ান্ডার ড্রাগ ’ নামে পরিচিত ?
 পেনিসিলিনকে ‘ ওয়ান্ডার ড্রাগ ’ বলা হয় ।

07. Bt- টক্সিন কী ?
 Bt- টক্সিন হল ব্যাসিলাস থুরিনজিয়েনসিস নামক ব্যাকটেরিয়ার দেহ – নিঃসৃত টক্সিন , যা মথ , মাছি , পোকামাকড় ইত্যাদির লাভা দমন করে ।

08. ভাইরাসঘটিত দুটি কীটনাশকের উদাহরণ দাও ।
 ভাইরাসঘটিত দুটি কীটনাশক হল এলকার ও স্পোডোপটেরিন ।

09. মাইকোরাইজার ছত্রাক অংশের একটি প্রজাতির নাম কী ?
 মাইকোরাইজার ছত্রাক অংশের একটি প্রজাতি হল গ্লোমাস ।

10. CPV- এর পুরো নাম কী ?
 CPV- এর পুরো নাম হল Cytoplasmic Polyhedrosis Virus.

11. CPV- এর কাজ কী ?
 CPV মথ , প্রজাপতির লার্ভাকে দমন করে জৈবিক নিয়ন্ত্রণে সাহায্য করে ।

12. VAM কীভাবে অণুজীবসাররূপে ব্যবহৃত হয় ?
 VAM ফসলের মূল থেকে ফসফরাস , সালফার , তামা ইত্যাদি শোষণে সাহায্য করে ।

13. একটি মুক্তজীবী N2 -সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম লেখো যা অণুজীবসাররূপে ব্যবহৃত হয় ।
 ব্যাসিলাস পলিমিক্সা নামক N2 -সংবন্ধনকারী ব্যাকটেরিয়া অণুজীবসাররূপে ব্যবহৃত হয় ।

14. একটি মুক্তজীবী N2 -সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো যা অণুজীবসাররূপে ব্যবহৃত হয় ।
 অলোসিরা ফার্টিলিসিমা হল মুক্তজীবী N2 -সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়া যা প্রধানত ধানের ক্ষেতে অণুজীবসাররূপে ব্যবহৃত হয় ।

                                                        ♦° ♦° ♦° ♦° ♦ °