জীববিদ্যা ও মানবকল্যাণ (প্রশ্ন-উত্তর পর্ব-০১)

 

1.অনাক্রম্যতা কাকে বলে?
রোগ সৃষ্টিকারী জীবণু, ভাইরাস, ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা কে অনাক্রম্যতা বলে।

2. সংক্রামক রোগের বিরুদ্ধে দেহে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে তাকে কি বলে?
অনাক্রম্যতা।

3. সক্রিয় প্রাকৃতিক অনাক্রম্যতা কি ভাবে ঘটে?
জীবাণু সংক্রমণের ফলে।

4. নিষ্ক্রিয় প্রাকৃতিক অনাক্রম্যতা কিসের মাধ্যমে ঘটে?
অমরা ও মাতৃদুগ্ধের মাধ্যমে।

5. অ্যান্টিজেন কাকে বলে?
যেসব বিজাতীয় পদার্থ বা জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয় তাদের অ্যান্টিজেন বলে।
6. অ্যান্টিবডি কাকে বলে?
দেহে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের ধ্বংস করার জন্য যে সব প্রোটিনের আবির্ভাব ঘটে তাদের অ্যান্টিবডি বলে।

7. অ্যান্টিজেনের যে-অংশ অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয় তাকে কি বলে?
এপিটোপ।

8. অ্যান্টিবডির যে অংশ অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয় তাকে কি বলে?
প্যারাটোপ।

9. রাসায়নিক প্রকৃতিগত ভাবে অ্যান্টিবডি কি?
গ্লাইকোপ্রোটিন।

10. অ্যান্টিবডির অবস্থান কোথায়?
প্লাজমায়।

                                 *****