দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন —২০২২
        বিষয় — জীবন বিজ্ঞান
নবম শ্রেণি         পূর্ণমান—১০     সময় —২৫ মিনিট

‘জীবনবিজ্ঞান ও পরিবেশ’ বিষয়ের IFE পরীক্ষার প্রস্তুতি

প্রশ্ন হবে ১নম্বরের ৬ টি, ২নম্বরের ২ টি।মোট ১০ নম্বর।

    —————————————————–
নমুনা প্রশ্ন ও উত্তর»

প্রশ্ন- সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ কি?
ফসফোগ্লিসারিক অ্যাসিড।

প্রশ্ন- সালোকসংশ্লেষে উপজাত পদার্থ অক্সিজেনের উৎস কি?
জল।

প্রশ্ন- সালোকসংশ্লেষে সক্ষম মূলের নাম লেখো।
গুলঞ্চে মূল।

প্রশ্ন- সালোকসংশ্লেষে সক্ষম দুটি প্রাণীর নাম লেখো।
ইউগ্লিনা, ক্রাইস্যামিবা।

প্রশ্ন- সালোকসংশ্লেষে উৎপন্ন খাদ্য কোন কলার মাধ্যমে পরিবাহিত হয়।
ফ্লোয়েম কলার মাধ্যমে।

প্রশ্ন- সুন্দরী গাছের শ্বাসস্থানের নাম লেখো।
শ্বাসমূল ছিদ্র।

প্রশ্ন- হাইড্রা এর শ্বাস অঙ্গের নাম কি?
দেহতল।

প্রশ্ন- শামুক এর শ্বাস অঙ্গের নাম কি?
ফুলকা।

প্রশ্ন- পতঙ্গদের দেহে শ্বাসছিদ্রের সংখ্যা কত?
দশ জোড়া।

প্রশ্ন- শ্বসন কোথায় ঘটে?
প্রত্যেক সজীব কোশে দিবা-রাত্রি ঘটে।

প্রশ্ন- প্রোটিনের অভাবে শিশুদের  কোন রোগ হয়?
কোয়াশিওরকর।

প্রশ্ন- পাইন গাছের মূলে কোন ছত্রাক থাকে?
মাইকোরাইজা।

প্রশ্ন- স্যাংগুইনিভোরি পুষ্টিক্রিয়ার দুটি জীবের নাম লেখো।
জোঁক, মশা।

প্রশ্ন- প্রাণীদের পুষ্টি পদ্ধতির নাম কি?
হলোজোইক পুষ্টি।

প্রশ্ন- মানুষের মোলার দাঁতের সংখ্যা কয়টি?
মোট ১২টি।

প্রশ্ন- যকৃৎ – এ রোগ জীবাণু ধ্বংস কারী কোশের নাম কি?
কুফার কোশ।

প্রশ্ন- থাইরক্সিন ক্ষরণ কমেগেলে শিশুদের কোন রোগ হয়?
ক্রেটিনিজম।

প্রশ্ন- ইনসুলিন হরমোনের কম ক্ষরণে কোন রোগ হয়?
ডায়াবেটিস মেলিটাস।

প্রশ্ন- রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত?
100 cc রক্তে 80-120 mg.

প্রশ্ন- C. S. F এর পুরো নাম কি?
Cerebro Spinal Fluid (সেরিব্রো স্পাইনাল ফ্লুইড) ।

প্রশ্ন- শ্বেতকণিকার গড় আয়ু কত দিন?
1-15 দিন।

প্রশ্ন- অণুচক্রিকার গড় আয়ু কত দিন?
তিন দিন।

প্রশ্ন- R.B.C এর কাজ কি?
অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড পরিবহণ করা।

প্রশ্ন- কোন গ্রুপের রক্ত কে সার্বিক গ্রহীতা বলে?
AB গ্রুপের রক্তকে।

প্রশ্ন- ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থিত কপাটিকার নাম কি?
ত্রিপত্র কপাটিকা।

প্রশ্ন- উদ্ভিদের দুটি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম কি?
কুইনাইন, ডাটুরিন, নিকোটিন, রেসারপিন।

প্রশ্ন-

সালোকসংশ্লেষ কাকে বলে? অঙ্গার আত্তীকরণ কাকে বলে? সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব লেখো? ক্রেবস চক্র কাকে বলে? রসের উৎস্রোত কাকে বলে? বাষ্পমোচন কাকে বলে? BMR কাকে বলে? বিপাক কাকে বলে? পরভোজী পুষ্টি কাকে বলে? মুক্ত সংবহন কাকে বলে? লসিকার দুটি কাজ লেখো। রেচন কাকে বলে?

                                               *****