জনমুখর
সেদিনের জনবহুল স্থান
মহামারী, আমফান, নিসর্গে হয়েছে
শ্মশানের মতো ম্লান।
করোনা পূর্ব জনমুখর
এলাকার লক্ষ সদস্যের স্থায়ী ঠিকানা
এখন মৃত্যু পুকুর।
যারা গেছে চলে বিপর্যয় ছোবলে
তাদের সাথেই যাক কোভিড-এর দল
বিশ্বের যতো জনমুখর স্থল,
আলোয় করুক ঝলমল।
*****
I think other website proprietors should take this web site as an model, very clean and magnificent user friendly style and design, let alone the content. You are an expert in this topic!