🏬🏥   জনমুখর    🏯🏦

সেদিনের জনবহুল স্থান
মহামারী, আমফান, নিসর্গে হয়েছে
শ্মশানের মতো ম্লান।

করোনা পূর্ব জনমুখর
এলাকার লক্ষ সদস্যের স্থায়ী ঠিকানা
এখন মৃত্যু পুকুর।

যারা গেছে চলে বিপর্যয় ছোবলে
তাদের সাথেই যাক কোভিড-এর দল
বিশ্বের যতো জনমুখর স্থল,
আলোয় করুক ঝলমল।

*****