—ছেলেবেলার টুকরো কথা—

পুকুর পাড়ে আম বাগানে
দুপুর কিম্বা সকাল সাঁঝে,
জমতো খেলা দল গুছিয়ে
ভিন্ন খেলার নেশার মাঝে।

এসব  স্মৃতি   গল্প  সম
আধুনিক এই যুগের সাথে
স্কুল,টিউশন চক্র ফাঁদে
শিশু কিশোর বই হাতে।

লক-ডাউনের ঘন্টা জুড়ে
এক দু’দন্ড বসা যাক,
ছেলেবেলায় দোল খাওয়া
হেলা গাছও প্রাণ পাক।

*****