—চিরকালীন সত্যজিৎ—

যেদিকে তাকাই তোমার ছোঁয়ায়
হয়েছে চিরবসন্ত।
পরশ পাথর হয়ে তুমি-
চলচ্চিত্রের পরিচালক, চিত্রনাট্য,
গীতিকার, লেখক, অঙ্কন-শিল্পী
এছাড়াও লিপিকলাবিদ্‌-
সবেতেই গড়ে তোলো সোনার ভিত,
তুমি শ্রদ্ধেয় চিরকালীন সত্যজিৎ…