চিন্তারা আজ ধর্মঘটে

লক-ডাউনে শুয়ে খাটে
চিন্তারা আজ ধর্মঘটে,
কখন তারা স্বাধীন হবে
কাজের দেশে ফিরে যাবে।

টিভির স্ক্রিনে খবর শুনি
বন্দি থাকার দিন গুনি,
একটু সুখ মিললে ঘরে
চিন্তারা আজ ভীর করে।

রোদ্-গরম ঝড়-বৃষ্টি
প্রকৃতির এই অনাসৃষ্টি,
অধ্-মরা হয় চাষি মাঠে
চিন্তারা আজ ধর্মঘটে।

*****