—চাষির স্বপ্ন সোনালী ধান—

বিলাশ বহুল বাড়ি নয়
দামী কোনো গাড়ি নয়,
স্বপ্ন শুধু পেট ভরাতে
ধান কাটছি সন্ধ্যা-রাতে।

               আবছা কালো মেঘের সারি
               সূর্য কিরণ চোখের আড়ি,
               সোনালী ফসল ডাকছে আমায়
               বৃষ্টি ধারায় না-ছুঁয়ে যায়।

*****