–কত সহজে মানুষ সব ভুলে যায়–
স্রষ্টার নিদর্শন সবার কাছে
সৃষ্টি মাঝে লুকিয়ে আছে,
শ্রেষ্ঠ মানুষ বিশ্ব মাঝে
জ্ঞান, বুদ্ধি সকাল সাঝে।
জলে ভাসে, শূন্যে উড়ে
সমতলেও ঘোরে-ফেরে,
মাটির টানে ফুল ফোটে
ফসল ফলায় রসদ জোটে।
পাতাল ফুঁড়ে তৈল, ধাতু
কয়লা তোলে অবিরত।
গাছ-গাছালি, কেমিক্যাল-এ
ঔষধ বানায় ল্যাবে-ল্যাবে।
যার কারণে সুর্য ওঠে
পশু-পাখির খাবার জোটে,
মরুর বুকে ফুল ফোটে
যন্ত্র থেকেও সুর ছোটে।
ইন্টারনেট-এর আঙ্গিনায়
বিশ্বের খবর মুঠোয় পায়,
কত সহজে সৃস্তিকর্তা-কে
মানুষ সব ভুলে যায়।
*****
I just could not depart your website before suggesting that I extremely enjoyed the standard information a person provide for your visitors? Is going to be back often in order to check up on new posts
F*ckin’ awesome issues here. I am very satisfied to see your article. Thanks a lot and i am taking a look forward to touch you. Will you kindly drop me a mail?
Thanks…