— ওরা মানুষ নয় —
আবিষ্কার এর পিছনে ছোটে
মানুষের সুখে জীবন কাটায়,
ওরা বিজ্ঞানী আগুন জ্বলতে
পাথরে পাথর ঠুকতে শেখায়।
অসহ্য তীব্র যন্ত্রণা কাতর
রোগীর মুখে হাসি ফোটায়,
ওরা ডাক্তার বাঁচার জন্যে
জীবন-দায়ী আরোগ্য জোটায়।
লক্ষ কোটি মানুষের ব্যস্ততা
আনে, সবার কর্ম বানায় ,
ওরা শিল্পপতি দুই বেলা
অন্ন পেতে ভরসা জানায়।
রোদে পুড়ে জলে ভিজে
আনন্দে ফসল ঘরে ঢুকায়,
ওরা চাষি খিদে বোঝে
সবার পেটের খাবার জোগায়।
ওদের সম্মান, শ্রদ্ধা করো
ওরা শুধু মানুষ নয় ,
সৃষ্টি-কর্তার দূত ওরা
ভালোবেসে করো জয়।
*****
This really answered my problem, thank you!
I consider something really special in this site.