⛈️  এসো মেঘ কে-চিনি   ⛅

মেঘের নীচে জন্ম মোদের
যেন  মেঘেই  মিশে  থাকি,
মেঘের নানান রূপ চিনতে
বিশ্ব-জুড়ে ভিন্ন নামে ডাকি।

কিউমুলাস মেঘ দেখতে ভালো
শরত আকাশে পেঁজা তুলো,
ঝড়,  বৃষ্টি,  বজ্রপাত  হলো
কিউমুলাস-নিম্বাসের শর্ত হলো।

মহা- বৈশ্বিক অলক মেঘের
দূর  আকাশে  শুভ্র  ছড়ায়,
পৃথিবী ছাড়াও অনেক গ্রহে
নিজের আপন চাদর জড়ায়।

শীতের আকাশে সিরাস মেঘ
বিছিয়ে  থাকে  দৃষ্টি  জুড়ে,
নিরীহ রূপে মন কাড়লেও
পূর্বাভাস বৃষ্টি, তুষার ঝড়ের

*****