একলা যখন সাগর তীরে

একলা ভেসে উঠি,

একলা বনে বাস করতে

একলা বানাই খুঁটি।

 

একলা বনের ফলমূলেতে

একলা বড়ো খুশি।

একলা আবার শিকার ধরি

একলা জমিন খুঁসি।

 

একলা আমি স্বাধীন বলে

একলা পথে চলি,

একলা আমার স্বপ্নে ভাসা

একলা কথা বলি।

 

একলা আমার কাটবে জীবন

একলা আকাশ তলে,

একলা যত চাঁদ, তাঁরারা

একলা আমায় বলে।