—আমার ই-স্-কুল—

রোজ আমি পায়ে হেঁটে
ই-স্-কুলে যাই।

দিদিমণির সাথে সুরে
দেশের গান গাই।

পড়া শেষে মিড্-ডেমিল্
চেঁটে-পুটে খাই।

রাতে ঘুমানোর আগে
পড়া করা চাই।

*****