আজ দ্রুত যানের জোগান পেয়ে
পায়ে হাঁটতে ভুলে গেছিস তুই,
ফাস্ত-ফুড, পিজ্জা, বিরিয়ানি খেয়ে
ঘরোয়া রান্না ভুলে গেছিস তুই।

গণন যন্ত্রের বহু-মুখী দক্ষতায়
দ্রত, সঠিক সব সমাধান পেয়ে,
কর্মী ছাঁটাই করলি নিজ ক্ষমতায়
দক্ষ-শ্রমিক ব্যার্থ, হিসেব-শাস্ত্র গেয়ে।

বাদ্য সুরের তাল্‌ মিলিয়ে
গানের জগৎ ছিনিয়ে নিলি তুই
ঢেউয়ের ছন্দ-তালে সুর মিলিয়ে
গাইতে গান ভুলে গেছিস তুই।

মোবাইল স্ক্রিনে বিনোদন, মুভি দেখে
সিনেমার পর্দাকে ভুলে গেছিস তুই,
ফেসবুকে হাজার-লক্ষ সাথি রেখে
আমাকেই আজ ভুলে গেছিস তুই।